top of page

খাদ্যমন্ত্রী সরাসরী বারাসাতে রেশন দোকানে গিয়ে কথা বলেন।


পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ মন্ত্রী রথীন ঘোষ আজ ২৩শে সেপ্টেম্বর সকালে উত্তর ২৪ পরগণার বারাসাতে এলাকায় ঘুরে উপভোক্তাদের সঙ্গে কথা বলেন। তিনি তাঁদের থেকে জানতে চান রেশনে খাদ্য সরবরাহে কারোর কোনো অসুবিধা হচ্ছে কি না।


উপভোক্তাদের বিভিন্ন অভিযোগ তিনি খুঁটিয়ে শোনেন। তাঁদের কিছু অভিযোগগুলি উনি নিজে খুঁটিয়ে দেখেন।সেই ভিত্তিতে এলাকার রেশন ডিলারদের সঙ্গেও কথা বলেন। নিজে রেশনের দোকানে দাঁড়িয়ে থেকে পরীক্ষাও করেন উপভোক্তাদের সঠিক পরিমাণ ও ওজনে রেশন দেওয়া হচ্ছে কি না।


এরশাদ নামে বারাসাত ডাকবাংলোর এক উপভোক্তা স্থানীয় রেশন দোকানের সম্পর্কে অভিযোগ জানান যে, রেশনের দোকানে নোটিশ নির্দিষ্ট জায়গায় টাঙানো থাকে না। মন্ত্রী সেই অভিযোগ অনুযায়ী সংশ্লিষ্ট রেশন ডিলারকে নির্দেশ দেন যে তিনি যেন অবিলম্বে রেশন দোকানে সরবরাহ-ভিত্তিক নোটিশ যেন এমনভাবে টাঙানো হয়, যাতে সহজেই উপভোক্তাদের নজরে পড়ে।


বারাসাতে নতুন পুকুরের অন্য একটি রেশন দোকান অভিযোগ করেন উপভোক্তা রেশন নেওয়ার সময় অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। সেই অভিযোগ শুনে খাদ্যমন্ত্রী আলাদাভাবে কথা বলেন দোকানদারদের সঙ্গে। উপস্থিত সাংবাদিকদের জানান অভিযোগকারী একটি নন-পিডি (পাবলিক ডিস্ট্রিবিউশন) আইটেম নিয়ে কথা বলছেন।


এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে খাদ্যমন্ত্রী দোকানদারকে নির্দেশ দেন যে নন-পিডি আইটেম-এর তালিকা যেন আলাদা ভাবে টাঙানো হয়, যাতে এই সংক্রান্ত বিষয়ে দোকানদারের সঙ্গে উপভোক্তাদের কোনো বিবাদ ভবিষ্যতে না ঘটে।

Comments


bottom of page