top of page

শিলিগুড়িতে রেলগেটে মালবাহক গাড়ি চালক সহ খালাসী অল্পের জন্যে বেঁচে গেল


আজ ১ অক্টোবর, রবিবার, সকালে প্রায় সাড়ে ৯টার সময়ে আলিপুরদুয়ার থেকে আসা একটি মাল বোঝাই ছোট গাড়ি শিলিগুড়ি ফেরবার পথে দুর্ঘটনার কবলে পড়ে।


চামুর্চি মোড় এলাকার থেকে জনবহুল বানরহাট বাজার দিয়ে দ্রুত গতিতে আসা মালবাহক গাড়িটি আচমকা রেলগেট ভেঙে রেল লাইনের উপরে থেমে যায়।


বাজারের মানুষেরা বিকট শব্দ শুনে সেখানে ভিড় জমায়। এই ঘটনার খবর পেয়ে বানারহাট থানার পুলিশ সেখানে পৌঁছায়। অল্পের জন্যে প্রাণে বেঁচে যায় গাড়িচালক সহ খালাসী। বড়োসড় দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা করেছিলেন এলাকাবাসীরা।


এরপর কিছুটা সময় যানজটের সৃষ্টি হয় এই রাস্তায়। এই ঘটনার পর রেল কর্মীরা সেখানে ছুটে আসে এবং গেটটি মেরামতের কাজ শুরু করেছে।

Comentarios


bottom of page