top of page

মিড-ডে মিলের খাবার খেয়ে অসুস্থ পড়ুয়ারা শোরগোল আখরীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে

Writer: Ruchika Mukherjee, WTNRuchika Mukherjee, WTN

স্কুলে মিডডে মিলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পরে প্রায় ৬০ জন ছাত্রছাত্রী। ঘটনাটি ঘটে মঙ্গলবার আখরীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে। এরপর ছাত্র ছাত্রীদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় নসিপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।


বেশ জনের অবস্থা শোচনীয় হওয়ায় তাদের নসিপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হয়।


প্রত্যেক ছাত্র ছাত্রীর উপসর্গ এক ছিল, পেটে ব্যথা ও বমি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে স্কুল চত্বরে। ছাত্রছাত্রীর অভিভাবকেরা এসে স্কুলের সামনে ভিড় করে।


কী থেকে এই ঘটনার সূত্রপাত? বিডিও অফিস থেকে পুরো ঘটনার তদন্ত চলছে।

Commentaires


bottom of page