চলতি বছরেই শুরু হবে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা। কলকাতা মেট্রো রেল কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর ভি কে শ্রীবাস্তব জানিয়েছেন এই বছরের ডিসেম্বর থেকেই মেট্রো পরিষেবা চালু হবে এই রুটে। প্রতি ১২ মিনিট অন্তর হুগলী নদীর নিচ দিয়ে হাওড়া থেকে এসপ্ল্যানেড যাতায়াত করা যাবে মেট্রো রেলেই।
হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত রয়েছে মোট চারটি স্টেশন। ময়দান, হাওড়া স্টেশন, মহাকরণ ও এসপ্ল্যানেড এই চারটি স্টেশন এ দাঁড়াবে এই মেট্রো। এই পরিষেবা শুরু হলে হাওড়ার সাথে কলকাতার যোগাযোগ ব্যবস্থা যেমন উন্নত হবে তাঁর সাথে বিশেষ ভাবে লাভবান হবে হাওড়ার মানুষজন।
হাওড়া থেকে এসপ্ল্যানেড আসার জন্য বর্তমানে যে পরিষেবাগুলো রয়েছে, তা নিয়ে সাধারণ মানুষকে ট্রাফিক জট সহ নানা অসুবিধার সম্মুখীন হতে হয়। অটো, বাস এই সবে প্রতিদিন ভাড়া নিয়েও কম সমস্যায় পড়তে হয়না সাধারণ মানুষকে।
আসন্ন পুজোর সময় হাওড়া অঞ্চলের মানুষদের পুজোর বাজার থেকে শুরু করে বাড়ি ফেরার রাস্তা এই পথেই। কলকাতাবাসীদের হাওড়া
অভিমুখী পথ এটাই। তাই এই মেট্রো পরিষেবা চালু হলে সাধারণ মানুষ একটু স্বস্তি পাবে।
এসপ্লানেড স্টেশনের পরে শিয়ালদহের দিকে ট্রেনের লাইন চেঞ্জের জন্য কোনও ক্রসওভার নেই। তবে হাওড়া ময়দান স্টেশনে ঢোকার মুখে ক্রসওভার আছে। এসপ্লানেডের দিকে ক্রসওভার না থাকার কারণে পাশাপাশি দু’টি সুড়ঙ্গে যে লাইন দিয়ে ট্রেন এসপ্লানেড বা হাওড়া ময়দান পৌঁছবে, সেই একই লাইন দিয়ে ফেরত আসবে। যার জন্য আপ এবং ডাউন ট্রেনের জন্য নির্দিষ্ট লাইন থাকছে না প্রথমদিকে পরিষেবা শুরুর সময়ে।
একই লাইন ধরে আপ এবং ডাউন হিসেবে কাজ করবে। এর জন্য যাত্রীদের ট্রেন ধরার ক্ষেত্রে যাতে কোনো সমস্যায় পড়তে না হয়, তার জন্য অনেকগুলো ডিসপ্লে বোর্ড এবং তাছাড়াও অনবরত ঘোষণার ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
Comments