পুজোর আগেই ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৯ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত দানা বাঁধতে পারে এবং এই ঘূর্ণাবর্ত থেকে কিছু দিনের মধ্যেই নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, পরে সাগরে সেই নিম্নচাপ শক্তি বৃদ্ধিও করতে পারে।
তবে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় সৃষ্টি হবে কিনা তা এখনই বলা সম্ভব হচ্ছে না। ঘূর্ণিঝড়ে পরিণত হলেও পশ্চিমবঙ্গ উপকূলে তার কোনো প্রভাব পড়বে নাকি সেটিও অনিশ্চিত।
গত কিছু দিন ধরেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হয়েই চলেছে। বঙ্গোপসাগরের ওপরে তৈরি হওয়া, নিম্নচাপের রেখা ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছে। দীঘার উপর দিয়ে একটি অক্ষরেখা যাওয়ায় এই বৃষ্টিপাত। তবে পরিস্থিতি যা, ঘুরেফিরে একটি প্রশ্নই মাথায় আসছে পূজোয় বৃষ্টি হবে না তো?
বর্তমানে কলকাতার আকাশ মেঘলা থাকবে এবং কোথাও কোথাও মাঝারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
Comentários