top of page

লক্ষীর ভান্ডারের টাকা পাচ্ছে পুরুষ?

Writer: Ruchika Mukherjee, WTNRuchika Mukherjee, WTN

মাথাভাঙ্গায় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছে একজন পুরুষ! শুনতে অবিশ্বাস্য হলেও এটাই সত্যি।ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মাথাভাঙা এলাকায়।মূলত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মহিলারা পেয়ে থাকে কিন্তু মাথাভাঙায় সেই টাকা পাচ্ছেন একজন পুরুষ।এর আগেও মাথাভাঙায় একজন পুরুষ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়েছেন।


এর আগেও রকম একটি ঘটনা ঘটেছিল। এরপর ওই ব্যক্তি সেই টাকা ফেরতও দেয়। এবার ফের একই ঘটনা। যদিও মনোরঞ্জন দে নামে ওই ব্যক্তি বলেন, একাউন্টে টাকা বেশি ঢুকেছে সেটা সত্যি, তবে কীসের টাকা তিনি জানেননা বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষের কাছে জানিয়েছি।


বিজেপি অবশ্য কটাক্ষ করতে ছাড়েন নি। দুর্নীতির পাহাড় বলে জানান।তদন্ত করে যারা এইসব ঘটনায় যুক্ত তাদের শাস্তির দাবি জানায়।


যদিও তৃণমূল পরিচালিত পচাগর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিষয়টি জানেন না বলে জানান।ঊর্ধতন কর্তৃপক্ষকে জানাবেন বলে তিনি জানিয়েছেন।



Comments


bottom of page