যতবার ডার্বি..., এখনও ১১ বার এগিয়ে ইস্টবেঙ্গল! রবিবার কী হবে ?
- WTN বাংলা নিউজডেস্ক
- Sep 3, 2023
- 1 min read

পেরিয়ে গেল ১৩৫ বছর। ১৮৮৮ সালে সিমলায় শুরু হওয়া ডুরান্ড কাপ আজও ভারতীয় ফুটবলে অন্যতম টুর্নামেন্ট। কলকাতার তিনপ্রধানের মধ্যে মহামেডান স্পোর্টিং প্রথম ডুরান্ড জেতে। সালটা ১৯৪০। স্বাধীনতার পর ১৯৫০-এ মোহনবাগান ফাইনালে উঠলেও রানার্স হয়। ৫২ সালে ইস্টবেঙ্গলের প্রথম ডুরান্ড, পরের বছর ১৯৫৩ সালে মোহনবাগান চ্যাম্পিয়ন হয়।

এখনও পর্যন্ত মেহনবাগান ও ইস্টবেঙ্গল ১৬ বার করে ডুরান্ড জিতেছে। মহামেডান স্পোর্টিং ২ বার।

ডুরান্ডে লালহলুদ ও সবুজমেরুন ২১ বার মুখোমুখি হয়েছে। ৯ বার ইস্টবেঙ্গল ও ৭ বার মোহনবাগান জিতেছে, ৫ বার ড্র।

রবিবারের ডুরান্ত-ডার্বির আগে, - ৩৯০ বার মুখোমুখি হয়েছে তিন প্রধান। ইস্টবেঙ্গল ১৩৮ বার ও মোহনবাগান ১২৭ বার জিতেছে। ড্র ১২৫ বার।

আপাতত, ১৭ বারের জন্য চ্যাম্পিয়ন হতে নামছে দুই দল।
Comentários