পেরিয়ে গেল ১৩৫ বছর। ১৮৮৮ সালে সিমলায় শুরু হওয়া ডুরান্ড কাপ আজও ভারতীয় ফুটবলে অন্যতম টুর্নামেন্ট। কলকাতার তিনপ্রধানের মধ্যে মহামেডান স্পোর্টিং প্রথম ডুরান্ড জেতে। সালটা ১৯৪০। স্বাধীনতার পর ১৯৫০-এ মোহনবাগান ফাইনালে উঠলেও রানার্স হয়। ৫২ সালে ইস্টবেঙ্গলের প্রথম ডুরান্ড, পরের বছর ১৯৫৩ সালে মোহনবাগান চ্যাম্পিয়ন হয়।
এখনও পর্যন্ত মেহনবাগান ও ইস্টবেঙ্গল ১৬ বার করে ডুরান্ড জিতেছে। মহামেডান স্পোর্টিং ২ বার।
ডুরান্ডে লালহলুদ ও সবুজমেরুন ২১ বার মুখোমুখি হয়েছে। ৯ বার ইস্টবেঙ্গল ও ৭ বার মোহনবাগান জিতেছে, ৫ বার ড্র।
রবিবারের ডুরান্ত-ডার্বির আগে, - ৩৯০ বার মুখোমুখি হয়েছে তিন প্রধান। ইস্টবেঙ্গল ১৩৮ বার ও মোহনবাগান ১২৭ বার জিতেছে। ড্র ১২৫ বার।
আপাতত, ১৭ বারের জন্য চ্যাম্পিয়ন হতে নামছে দুই দল।
Comments