ভিয়েতনামের বহুতলে ভয়াবহ আগুন, হতাহত ৭০
- Jaita Chowdhury, WTN
- Sep 13, 2023
- 1 min read

ভিয়েতনামের রাজধানী শহর হ্যানয়ে। মঙ্গলবার গভীর রাতে হ্যানয়ে একটি অ্যাপার্টমেন্টে ভয়াবহ অগ্নিকান্ডের জেড়ে প্রাণ হারিয়েছেন প্রায় ৭০-এর বেশি মানুষ।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার মাঝরাতের ঠিক আগে ওই ১০ তলা আবাসনের পার্কিং ফ্লোরে আগুন লাগে। পরিস্থিতি বুঝে ওঠার আগেই আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে।
ভিয়েতনামের একটি সংবাদ সংস্থা জানিয়েছে, ইতিমধ্যেই উদ্ধারকারী দল ৭০ জনকে উদ্ধার করেছে। ৫৪ জনকে হাসপতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে মৃত্যু হয়েছে ৩২ জনের। এই মুহূর্তে আগুন নিভলেও উদ্ধার কাজ জাড়ি রয়েছে।
উল্লেখ্য, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় হ্যানয় শহরে একটি সরু গলিতে অবস্থিত ক্ষতিগ্রস্ত বহুতল ভবনটি। যে কারণে অগ্নিকান্ডের পর সেখানে উদ্ধারকারীদের প্রবেশ করা ছিল বেশ কষ্টসাধ্য। ভবনটির গঠন এমনই যে দুর্ঘটনার পর সেখানে থেকে সহজে কেউ বেরও হতে পারবে না।
Comments