আবার অশান্ত মণিপুর। ইম্ফলে পুড়লো তিনটি বাড়ি। সেনা জওয়ানদের কাছ থেকে ছিনতাই হওয়া অ্যাসল্ট রাইফেল থেকে গুলি ছুঁড়তে দেখা গেল।
ইতিমধ্যে প্রায় ৫০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েচেন। মারা গেচেন ১৫৫ জন। রবিবার, সেই মণিপুর আবার উত্তপ্ত হল। এদিন বিকেলে অজ্ঞাত পরিচয় দুবৃত্তরা তিনটি পরিত্যক্ত বাড়িতে গুলি চালায়। ইম্ফলের পশ্চিম জেলার নিউ ল্যাম্বুলেন এলাকায় ঘটনাটি ঘটে। সেনা ঘটনাস্হলে শান্তি আনতে কাঁদানে গ্যাস ছোঁড়ে। ইম্ফল মেইতেই-সংখ্যাগরিষ্ঠ হলেও, কয়েকটি কুকি পরিবার ল্যাম্বুলেন এলাকায় থাকে বলে জানা গেছে।
মঙ্গলবার, মানে আগামিকাল থেকে মণিপুরের বিধানসভা অধিবেশন শুরু। এর আগে কুকি এলাকায় অতর্কিত আক্রমণের ঘটনায় বেশ কোণঠাসা প্রশাসন।
Comments