top of page
Writer's pictureRuchika Mukherjee, WTN

অশান্ত হচ্ছে মনিপুর, জ্বলছে বিজেপির পার্টি অফিস, এই আগুন কে নেভাবে?



বুধবার মনিপুরের থৈবাল জেলায় বিক্ষোভকারীরা বিজেপির পার্টি অফিস পুড়িয়ে দিয়েছে।২৫ সেপ্টেম্বর এক নাবালক সহ দুই ব্যাক্তির ছবি তাঁদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। এরপরই বুধবার উপত্যকা অঞ্চলে সহিংসতার দ্বিতীয় দিনে এই ঘটনাটি ঘটে। জানা যায়, তারা ৬ জুলাই থেকে নিখোঁজ ছিল।


মঙ্গলবার থেকেই পুলিশের সঙ্গে দফায় দফায় বিক্ষোভ চলছে। যার জন্য ৫০ জন বিক্ষোভকারী আহত হয়েছে বলে এমনটাই অভিযোগ। বুধবার ইম্ফল যাচ্ছেন সিবিআই।


এই পরিস্থিতিতে গুজব ছড়ানো আটকাতে মণিপুরের বিজেপি সরকার মঙ্গলবার থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখতে বলেছেন। বুধবার ঘোষণা করা হয়েছে, কুকি অধ্যুষিত পাহাড়ি অঞ্চলে আগামী ছয় মাসের জন্য বলবৎ থাকবে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’।


সূত্রের খবর, গত ৬ জুলাই থেকে ওই দুই পড়ুয়া নিখোঁজ ছিল। এক নাবালক সহ দুই ব্যাক্তির ছবি দেখা যায় এরপর একটি ছবিতে দেখা গিয়েছে, তাদের দেহ পড়ে রয়েছে। ওই দুই পড়ুয়াকে শেষ বার দেখা গিয়েছিল বিষ্ণুপুর জেলায়। অভিযোগ, ওই দুই পড়ুয়াকে অপহরণ করে খুন করা হয়েছে।

Comments


bottom of page