top of page

সোনার ঠাকুর কিনতে এসে প্রতারকদের ধারালো অস্ত্রে আক্রান্ত এক ব্যক্তি


এসেছিলেন সোনার ঠাকুর কিনতে, কিন্তু প্রতারকদের হাতে আক্রান্ত হয়ে পেলেন ধারালো অস্ত্রের কোপ । বারুইপুর কুলতলী থানা এলাকায় এরকমই হাড় হিম করা ঘটনার সাক্ষী থাকলো সাধারণ মানুষ।


আক্রান্তের নাম অসীম হাওলাদার। বাড়ি উত্তর চব্বিশ পরগনা জেলার হাবরা বানিপুর এলাকায়। এদিন তিনি কুলতলী এলাকায় সোনার ঠাকুর কিনতে যান কিন্তু শিকার হন প্রতারনার।


পুলিশ সূত্রে খবর, কুলতলী এলাকায় বেশ দীর্ঘদিন ধরেই এই সোনার ঠাকুর বিক্রির নাম একটি প্রতারণা চক্র সক্রিয় হয়েছে। দিনের পর দিন এই প্রতারণা বেড়েই চলেছে। গতমাসে সেই প্রতারণা চক্রকে হাতেনাতে ধরে কুলতলী থানার পুলিশ। এদিন আবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে।


জানা গিয়েছে হাবরার বাসিন্দা অসীম বাবুর সাথে কুলতলির জালাবেড়িয়ার বাসিন্দা আরিফ শেখের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয়। আরিফ সোনার ঠাকুর গড়ার কাজ করেন বলে জানান। বেশ কয়েকদিন আগে কুলতলীতে এসে সোনার ঠাকুর দেখেও যান অসীম বাবু।


এই দিন তিনি ব্যাগ ভর্তি টাকা নিয়ে আসেন ঠাকুর কিনবেন বলে। জামতলায় এলে সেখানে আরিফের সঙ্গে তার দেখা হয়, আরিফ কুলতলী জালাবেড়িয়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। বাইকে করে অসীম বাবুকে নিয়ে যান জালাবেরিয়ার উদ্দেশ্যে।


তাঁকে একটি ফাঁকা জায়গায় নিয়ে যাওয়া হয়। অসীমবাবু পালানোর চেষ্টা করলে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। তাঁর ব্যাগে এক লাখ দুই হাজার টাকা ছিল বলে জানা যাচ্ছে। সেই টাকা নিয়ে চম্পট দেয় অভিযুক্ত।


স্থানীয় বাসিন্দারা তাঁকে আহত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে আহত অসীমবাবুকে উদ্ধার করে কুলতলী ব্লক হাসপাতালে নিয়ে যায়।


পরে অবস্থার অবনতি ঘটলে বারুইপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।


এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Comments


bottom of page