top of page

ঠাকুর বিসর্জন করতে গিয়ে তলিয়ে গেলো টিটাগড়ের যুবক

Writer: Ruchika Mukherjee, WTNRuchika Mukherjee, WTN

হুগলি নদীতে বিশ্বকর্মা বিসর্জন করতে গিয়ে তলিয়ে গেল ব্যারাকপুর টিটাগড়ের যুবক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ডায়মন্ড হারবার কেল্লার মাঠ সংলগ্ন এলাকায়।


তলিয়ে যাওয়া যুবক কিসান সাউ। ব্যারাকপুরে টিটাগড়ের বাসিন্দা।ডায়মন্ডহারবারের নগেন্দ্র বাজারে চিংড়ি মাছের কারখানায় কাজ করতেন।


জানা যায়, কারখানার সহকর্মীদের সাথে কিষান সাউ হুগলি নদীতে নামেন প্রতিমা বিসর্জন করতে, সেই সময় নদীতে জোয়ার থাকায় নদীর জোয়ারের স্রোতে তলিয়ে যায় কিষান সাউ।


পরে কিষান সাউকে না দেখতে পেয়ে খোঁজ শুরু করেন তার সহকর্মীরা খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডায়মন্ড হারবার থানার পুলিশ।


নিখোঁজ যুবকের খোঁজে হুগলি নদীতে শুরু হয়েছে তল্লাশি। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ১২ঘণ্টা কেটে গেলেও কিষান সাউয়ের দেহ মেলেনি।

Comments


bottom of page