top of page

‘বিদেশনীতি অন্যদের থেকে ভালো জানি, আমাকে শেখাবেন না,’ বাংলাদেশ বিতর্কে জবাব মমতার


কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সম্প্রতি দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল বাংলাদেশ। একের পর এক প্রাণ গিয়েছে। সেই দেশের বিভিন্ন প্রান্তে কার্যত তাণ্ডব চলেছে কয়েকদিন ধরে। তার মধ্য়েই বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মন্তব্যকে ঘিরে তুমুল বিতর্ক দানা বাঁধে।


এবার সেই বিতর্কের জবাব দিলেন খোদ মমতা । তিনি জানিয়ে দেন, বিদেশনীতি সম্পর্কে আমি অনেকের থেকে ভালো জানি। 

দিল্লি সফরে বাংলার মুখ্য়মন্ত্রী। বাংলাদেশ নিয়ে মন্তব্যের পরিপ্রেক্ষিতে শুক্রবার সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন। সেই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামো আমি খুব ভালো জানি। আমি সাত বারের সাংসদ দুবারের কেন্দ্রীয় মন্ত্রী ছিলাম। বিদেশনীতি অন্য কারোর চেয়ে ভালো জানি। আমাকে শেখানো তাঁদের উচিত নয়। বরং তাঁদের পরিবর্তিত ব্যবস্থা থেকে শেখা উচিত। 


মমতা ঠিক কী বলেছিলেন? 


মমতা ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে বলেছিলেন, পড়শি দেশ থেকে পশ্চিমবঙ্গের দরজায় কেউ এলে তিনি ফেরাবেন না। সেই সঙ্গেই তিনি বলেছিলেন এবিষয়ে বেশি কিছু তিনি বলতে পারবেন না। কারণ বাংলাদেশ একটি স্বতন্ত্র দেশ। এনিয়ে কিছু বলার থাকলে ভারত সরকার বলবে বলেও তিনি উল্লেখ করেছিলেন। 

এরপরেও মমতার বক্তব্যকে ঘিরে তুমুল বিতর্ক দানা বাঁধে। এমনকী কোনও রাজ্য সরকার এনিয়ে কিছু বলতে পারে কি না তা নিয়ে প্রশ্ন ওঠে।


বাংলাদেশের বিদেশমন্ত্রী হাসান মেহমুদ মমতার কথা শুনে বলেছিলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যথাযথ সম্মান রেখেই বলতে চাই, তাঁর সঙ্গে আমাদের অত্যন্ত চমৎকার এবং ঘনিষ্ঠ সম্পর্ক আছে। কিন্তু তাঁর এই বক্তব্যে অনেকটা বিভ্রান্তি ছড়ানো হয়েছে। বিভ্রান্ত হওয়ার সুযোগ আছে। সেজন্য তাঁর বক্তব্যের বিষয়ে ইতিমধ্যে নোট দিয়ে ভারত সরকারকে জানিয়েছি আমরা।’

এদিকে মমতার মন্তব্যকে ভালোভাবে নেয়নি কেন্দ্রীয় সরকার। 

কেন্দ্রীয় সরকারের সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআইয়ের রিপোর্টে জানানো হয়েছিল, মমতার মন্তব্যে একেবারেই প্রসন্ন হয়নি কেন্দ্রীয় সরকার। স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় যে সেই বিষয় নিয়ে মন্তব্য করার কোনও এক্তিয়ারই নেই পশ্চিমবঙ্গ সরকারের। ওই সূত্র বলেন, 'এগুলি এমন বিষয়, যেগুলি সামলায় কেন্দ্রীয় সরকার। এই বিষয়ে রাজ্য সরকারের তো কোনও এক্তিয়ারই নেই। এসব মন্তব্য অর্থাৎ (মমতা বন্দ্যোপাধ্য়ায় যে মন্তব্য করেছিলেন) সম্পূর্ণভাবে ভুল।’

তবে এবার দিল্লিতে বসে সেই বিতর্কের জবাব দিলেন মমতা। তিনি জানিয়ে দেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামো আমি খুব ভালো জানি। আমি সাত বারের সাংসদ দুবারের কেন্দ্রীয় মন্ত্রী ছিলাম। বিদেশনীতি অন্য কারোর চেয়ে ভালো জানি। আমাকে শেখানো তাঁদের উচিত নয়। বরং তাঁদের পরিবর্তিত ব্যবস্থা থেকে শেখা উচিত।


Komentar


bottom of page