top of page

স্পেনের রাস্তায় মমতার ‘আমরা করব জয়’, অ্যাকর্ডিয়ানে সুর তুললেন মুখ্যমন্ত্রী, দেখুন ভিডিও

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খুব নিবিড় ভাবে জড়িয়ে থাকে শিল্পকলা। সম্প্রতি স্পেনে গেছেন মুখ্যমন্ত্রী লগ্নি আনতে। আর সেই স্পেনের রাস্তাতেই অবসরের মুহুর্তে একচিলতে সুর তুললেন মমতা। স্পেনের রাস্তায় মুখ্যমন্ত্রী এক স্ট্রিট আর্টিস্টের অ্যাকর্ডিয়ানে বাজালেন 'আমরা করব জয়' গানের সুর ।



স্পেন সফরে মুখ্যমন্ত্রীর লক্ষ্য বাংলার জন্য লগ্নি আনা। লা লিগার প্রেসিডেন্টের সঙ্গেও বৈঠক মুখ্যমন্ত্রীর। ফিরতি পথে দুবাইতেও তিন দিনের বৈঠক মুখ্যমন্ত্রীর ।


এদিকে মুখ্যমন্ত্রীর বিদেশ সফর নিয়ে কটাক্ষ করতে ছাড়ে নি বিজেপি। দিলীপ ঘোষ থেকে শুভেন্দু অধিকারী কেউই এই বিদেশ সফরকে কটাক্ষ করা থেকে বাদ পড়েননি।


তবে স্পেনের রাস্তায় চেনা মেজাজের মুখ্যমন্ত্রীর ছবি দেখে অনেকেই বলছেন, মমতা আছেন মমতাতেই। আমরা করব জয়ের যে সুর তিনি তুললেন স্পেনের রাস্তায়, সেই শুরু হয়তো লগ্নি হয়ে ফিরে আসবে বাংলায়।



Comentarios


bottom of page