কেন্দ্রের বঞ্চনার অভিযোগ রাজ্যের শাসক দলের প্রায় প্রতি মঞ্চ থেকে উঠে আসে। পাল্টা কেন্দ্রের দাবি থাকে নিয়ম না মানার জন্যই দেওয়া হচ্ছেনা টাকা। এ গল্প খুবই চেনা । তবে কেন্দ্র থেকে আসা পঞ্চাদশ অর্থ কমিশনের বিপুল পরিমান টাকা দীর্ঘদিন ধরেই জমে পড়ে রয়েছে রাজ্যের কাছে, এমন গল্প পুরোপুরি অচেনা ।
রাজ্যের কাছে পড়ে আছে কেন্দ্রের টাকা। আর সেই জমা টাকা খরচ করা মাথাব্যাথা হয়ে দাঁড়িয়েছে রাজ্য সরকারের কাছে। অবস্থা এতটাই বেগতিক যে সেপ্টেম্বর মাসের শেষ পর্যন্ত রাজ্যে প্রতি দিন ৬০ কোটি খরচ করতে হবে, বলে ঠিক করে দেয় নবান্ন।
প্রশাসনিক সূত্রের জানা যায়, নবান্নের এই নির্দেশের পরও গত ৩ সপ্তাহে প্রতিদিন ৬০ কোটি খরচ করা যায়নি। চলতি বছরে প্রথম কিস্তির প্রায় ১৭০০ কোটি টাকা দিয়েছে কেন্দ্র।
প্রশাসনিক পর্যবেক্ষকদের অনেকের মতে লোকসভা ভোটের আগে খরচে গতি না বাড়াতে পারলে বিরোধীদের কাছে এটাই রাজনৈতিক আক্রমণের অস্ত্র হয়ে উঠতে পারে। খরচে গতি বাড়ানোর পদ্ধতি ঠিক করতে প্রশাসনের শীর্ষমহলকে নামতে হচ্ছে আসরে।
দৈনিক খরচ নিয়ে নবান্নের নির্দেশের পরে পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার বলেছিলেন, “খরচ হয়নি বলেই জেলাগুলিকে সেই তথ্য জানানো হয়েছে। এই সমস্যা থেকে বেরিয়ে এসে খরচ করার গতি বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে জেলাগুলিকে। পঞ্চায়েত স্তরে নতুন যে বোর্ডগুলি তৈরি হয়েছে, তাদের প্রশিক্ষণ দেওয়া চলছে। কী ভাবে যথাযথ পরিকল্পনা করে টাকাখরচ করা যায়, তা-ও রয়েছে প্রশিক্ষণের আওতায়।”
Comments