দুবাইয়ে নামলেন মুখ্যমন্ত্রী দুদিনের কর্মসূচি নিয়ে। সঙ্গে আছেন তার সফরসঙ্গীরা। মাদ্রিদ বার্সেলোনার পর এবার দুবাইয়ে রয়েছে বৈঠক।
আজ বৃহস্পতিবার ২১শে সেপ্টেম্বর ভোরে দুবাই এসে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বৃহস্পতিবারই দুবাইয়ের জাফজ়া মুক্তাঞ্চল এবং জেবেল আলি বন্দর পরিদর্শনে যাবে পশ্চিমবঙ্গের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে বাংলার প্রতিনিধিদল।
বড় মাপের মুক্ত বাণিজ্য অঞ্চল হল জাফজা।একই সঙ্গে এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা মহাদেশের মধ্যে সরাসরি বাণিজ্যিক যোগাযোগের কেন্দ্র। জেবেল আলি বন্দর গভীর সমুদ্র বন্দর। বাংলার তাজপুরে এমন বন্দর করার ব্যাপারে উদ্যোগী রয়েছে রাজ্য সরকার। সেই কারণেই দুবাই বন্দরে গিয়ে সেখানকার পরিকাঠামো দেখে আসবে মুখ্যমন্ত্রীর প্রতিনিধি দল।
দুবাইয়ের বৈঠকে জোড়া কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। একটি শিল্পবৈঠক এবং অন্যটি প্রবাসী বাঙালিদের সাথে। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার ব্যাপারে আগ্রহী সংযুক্ত আরব আমিরশাহির গুরুত্বপূর্ণ গোষ্ঠী লুলু। লুলু গ্রূপের মাথা ইউসুফ আলি মুসালিয়াম ভেট্টিল আব্দুল কাদের কেরলের ত্রিশুরের ভূমিপুত্র। তার কাকা এমকে আব্দুল্লাহ এই সংস্থার প্রতিষ্ঠাতা।
কয়েক বছর ধরেই রপ্তানি বাণিজ্য শুরু করেছে লুলু। তাঁদের রিয়েল এস্টেট ব্যাবসা ও হোটেল রয়েছে। লখনউতে সবচেয়ে বড় শপিং মলটি লুলু গ্রুপেরই নির্মিত।
মুখ্যমন্ত্রীর গোটা স্পেন সফরে তার সঙ্গে ছিলেন ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ পট্টনায়েক। সব শিল্প সম্মেলন থেকে শুরু করে সব মঞ্চেই তিনি ছিলেন। বাংলার শিল্পায়নের জন্য প্রশ্ন করেছেন দীনেশ।
Comments