সোমবার ডাকা একটি সাংবাদিক সম্মেলনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের নাম পরিবর্তন বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমরা বলি, ‘উই দা পিপল অফ ইন্ডিয়া’। বাবাসাহেব (আম্বেদকর)-এর রচিত সংবিধানেও কথাটি লেখা আছে। তাই ‘ইন্ডিয়া’ শব্দটা কেন বদলাবে?
তিনি আরও বলেন, “'ভারত' তো আমরা বাংলা হিন্দিতে বলি। সেটাকে কেন বদলাবে এরা?"
ইন্ডিয়া জোটকে ভয় পেয়েই এই বদল, এমন মন্তব্য মুখ্যমন্ত্রীর।
তিনি পাল্টা প্রশ্ন তুলেছেন, "জি- ২০-তে পদ্ম ফুলের চিহ্ন ব্যবহার হয়েছে। তাহলে আমরাও তো বলতে পারি কেন, পদ্ম তো আমাদের জাতীয় প্রতীক "।
মুখ্যমন্ত্রী দুবাই যাচ্ছেন। সেখান থেকে মাদ্রিদ। এই প্রসঙ্গে তিনি বলেন ৫ বছরের জন্য না, ৫ দিনের জন্য যাচ্ছি, যাচ্ছি বাংলার জন্যেই।"
Kommentare