top of page

স্পেন সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়

মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পেন সফরে যাচ্ছেন। তার আগে বিমানবন্দরে রাজ্যবাসীর উদেশ্যে বার্তা দিয়ে গেলেন। বাংলার উন্নয়নের লক্ষ্যেই এই সফর।



মুখ্যমন্ত্রী জানান, আগে স্পেন থেকে অনেকবার আমাদের পশ্চিমবঙ্গে এসেছে। গত বইমেলাতেও এসেছিলো। সৌজন্য বিনিময় এবং স্পেনের সহযোগে ক্রীড়াক্ষেত্রে বাংলার উন্নতি কীভাবে সম্ভব, তা পর্যালোচনার জন্যেই এই সফর। স্পেনের আমন্ত্রণেই তিনি সেই দেশে যাচ্ছেন। আগামী ২৩ সেপ্টেম্বর দেশে ফিরবেন তিনি।


এই স্পেন সফরে মমতার সঙ্গে থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এছাড়া থাকবে তিন ফুটবল ক্লাবের একজন করে প্রতিনিধি, ইস্ট বেঙ্গল, মোহনবাগান এবং মহামেডান স্পোর্টিং। স্পেনের রিয়াল মাদ্রিদ এবং অন্যান্য ফুটবল দলগুলির সঙ্গে সহযোগিতায় বাংলার ফুটবলের মান আরো উঁচুতে উঠুক - এটাই মুখ্যমন্ত্রীর এই সফরের একটি অন্যতম উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে।


কলকাতা থেকে বাংলার প্রতিনিধি দল প্রথমে পৌঁছাচ্ছেন দুবাই। সেখানে মুখ্যমন্ত্রী বিজনেস সামিটে অংশগ্রহণ করবেন। সেখান থেকে যাবেন মাদ্রিদে। লা লিগার সঙ্গেও বিশেষ বৈঠক আছে মুখ্যমন্ত্রীর।


কলকাতায় বিজনেস সামিট রয়েছে আগামী ২১ থেকে ২৩ সেপ্টেম্বর। আর স্পেনে স্পোর্টস

ম্যানুফ্যাকচারিং ও অন্যান্য ইন্ডাস্ট্রি যথেষ্ট উন্নত। মুখ্যমন্ত্রীর স্পেন সফরের পরিপ্রেক্ষিতে কলকাতার এই উদ্যোগপতিদের সম্মেলনে কি নতুন এক মাত্রা যোগ হবে?


রাজ্যবাসী জানেন যে বাংলায় যাতে নানান শিল্পের বিকাশ ঘটে, তার প্রচেষ্টায় মুখ্যমন্ত্রী আগে বেশ কয়েকবার বিভিন্ন দেশে পাড়ি দিয়েছেন।

Comments


bottom of page