দুবাই পৌঁছে খুশি প্রকাশ মুখ্যমন্ত্রী, পর্যটনে ভারতসেরা হল বাংলার গ্রাম
- Ruchika Mukherjee, WTN
- Sep 21, 2023
- 1 min read

বৃহস্পতিবার ২১শে সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুবাই পৌঁছে জানিয়েছেন, ভারতের ৩১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে ৭৯৫টি আবেদনের মধ্যে ২০২৩ সালের সেরা পর্যটন গ্রাম নিয়ে প্রতিযোগিতা হয়।
নিজের এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) এই প্রতিযোগিতার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার লিখেছেন, ‘‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কিরীটেশ্বরীকে ভারত সরকারের পর্যটন মন্ত্রক ভারতের সেরা পর্যটন গ্রাম হিসেবে নির্বাচিত করেছে। আগামী ২৭ সেপ্টেম্বর নয়াদিল্লিতে হবে পুরস্কার প্রদান অনুষ্ঠান। আমি ওই গ্রামের বাসিন্দাদের অভিনন্দন জানাই। জয় বাংলা!’’

মুর্শিদাবাদের দহপাড়া রেলস্টেশন থেকে পাঁচ কিলোমিটার দূরে কিরিটেশ্বরী গ্রামে মন্দিরের অবস্থান। শোনা যায়, সেখানে সতীর মুকুট পড়েছিল তাই মুকুটেশ্বরী বলেও ডাকা হয়।
১৪০৫ সালে দেবীর প্রাচীন মন্দিরটি ভেঙে পড়ে। এরপর ঊনবিংশ শতকে লালগোলার রাজা দর্পনারায়ণ রায় নতুন মন্দির নির্মাণ করেন।
প্রতি পৌষে মহামায়ার পুজো উপলক্ষে মন্দির চত্বরের ওই জমিতে মেলা বসে। পরবর্তী সময়ে মন্দিরের জন্য জমি দান করেছিলেন স্থানীয় মুসলিমদের অনেকেই।
এই পুজোয় আয়োজনে মূল দায়িত্বে থাকে মুসলিমরাই।
Comments