সুখবর বাংলার সরকারের জন্য। সরকারের বাংলায় লগ্নী আনার লক্ষ্যে এই মুহূর্তে বিদেশ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই মাঝে সুখবর। বিশ্ব ব্যাংক থেকে মোটা অঙ্কের ঋণ আসছে পশ্চিমবঙ্গে। রাজ্যের পরিকাঠামো উন্নয়নের জন্য সরকারকে ৩,২০০ কোটি টাকা ঋণের অনুমোদন দিয়েছে বিশ্ব ব্যাঙ্ক। নবান্ন সূত্রে খবর বিশ্ব ব্যাংক থেকে পাওয়া ঋণের টাকার সিংহভাগ খরচ করা হবে রাস্তাঘাটের উন্নতিতে। পঞ্চায়েতের পরিকাঠামো উন্নয়নও তার মধ্যে রয়েছে।
শুধু সড়ক পথ নয়, জলপথ পরিবহনকেও বিশেষভাবে গুরুত্ব দিতে চাইছে পশ্চিমবঙ্গ সরকার। তবে এই টাকা কোথায় কিভাবে খরচ হবে তা এখনও চূড়ান্ত করেনি নবান্ন। এ প্রসঙ্গে রাজ্যের পূর্তমন্ত্রী পুলক রায় জানিয়েছেন, "বিশ্ব ব্যাঙ্ক থেকে অর্থ আসছে। কিন্তু পরিকাঠামো উন্নয়নে ঠিক কিভাবে সেই টাকা খরচ হবে সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।"
প্রসঙ্গত মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরেই কেন্দ্রের বিরুদ্ধে নিশানা করছিলেন। কেন্দ্র নাকি সড়ক যোজনার টাকা আটকে রেখেছে। কিন্তু কেন্দ্রের তরফ থেকে হেলদোল না দেখে, রাজ্যের টাকাতে গ্রামীণ রাস্তা সংস্কার করার সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। গত বাজেট অধিবেশনে, বিধানসভায় রাজ্যের বাজেট পেশ করার সময় একটি নতুন প্রকল্পের ঘোষণা করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রকল্পের নাম 'রাস্তাশ্রী প্রকল্প'।
রাস্তাশ্রী প্রকল্পের অধীনে সাড়ে এগারো হাজার কিলোমিটার রাস্তা তৈরীর ঘোষণা করা হয় বাজেটে। বরাদ্দ হয় তিন হাজার কোটি টাকা। নতুন রাস্তা তৈরির পাশাপাশি পুরনো রাস্তা মেরামতির কথা উল্লেখ করা হয় এই প্রকল্পে। ইতিমধ্যে সেই কাজ শুরু হয়েছে বিভিন্ন জেলায়। নবান্ন সূত্রে খবর, জেলা গুলির মধ্যে সবথেকে বেশি কাজ হয়েছে নদীয়ায়।
ওয়াকিবহুল সূত্রে খবর, বিশ্ব ব্যাঙ্ক থেকে এই ঋণের টাকা পাওয়াতে স্বস্তির নিঃশ্বাস ফেলবে রাজ্য সরকার। গত দেড় বছরে মুখ্যমন্ত্রী একাধিক প্রশাসনিক বৈঠক করেছেন। বিভিন্ন খাতের বাজেট কাটছাঁট করে রাস্তা নির্মাণ ও মেরামতির কাজ করতে হচ্ছে। বিশ্ব ব্যাংকের তরফ থেকে এই অর্থ আশায় সুবিধাজনক হয়েছে প্রকল্প বাস্তবায়নের কাজ
Comments