পাঁচ বছর পর আবার স্পেনের মাটিতে পা রাখবেন মুখ্যমন্ত্রী। সেই উদ্দেশ্যেই মঙ্গলবার সকালবেলা রওনা দিলেন কলকাতা এয়ারপোর্টে। প্রথমেই তিনি পৌঁছবেন দুবাইয়ে, তারপর সেখান থেকে সোজা স্পেন।
তবে দুবাইয়ের পথে রওনা দেওয়ার আগেই তিনি যান কলকাতা বিমানবন্দরের বিশ্ববাংলার স্টলে।
স্টলে পৌঁছে মুখ্যমন্ত্রী দেখতে পান স্টলের একটি দুর্গামূর্তিতে কোনো রঙই নেই। তারপরই সঙ্গে সঙ্গে সেখানে থাকা লাল রং দিয়ে দুর্গা প্রতিমাকে রাঙিয়ে দিলেন লাল রঙে।
এদিন মুখ্যমন্ত্রীকে পুজোর মেজাজেই দেখা যায় কলকাতা বিমানবন্দরে। দুর্গা প্রতিমায় তুলির টান দিয়ে তিনি সকলকে বুঝিয়ে দিলেন দুর্গাপূজায় আর বেশি দেরি নেই। পাশাপাশি তার শিল্পের একটি নিদর্শনও ফুটিয়ে তুললেন। তারপরে ঘুরে দেখলেন স্টলের চারপাশ। দেখলেন নানা জামা কাপড়ও।
এবার স্পেন সফরে তিনি একা নন, সঙ্গে রয়েছেন শিল্পপতিদের একটি প্রতিনিধি দল। তার কথায় "স্পেন আমাদের এখানে বইমেলায় এসেছে কিন্তু আমরা একবারও যাইনা। ওখানে নির্মাণ শিল্প সহ ভালো ভালো অনেক কাজ রয়েছে আমরা তাদের আমন্ত্রণেই ওখানে যাচ্ছি।
মুখ্যমন্ত্রী এই সফর সেরে আবার পশ্চিমবঙ্গে ফিরবেন ২৩ সেপ্টেম্বর, অর্থাৎ মোট ১১ দিনের সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর এই ১১ দিনের মূল লক্ষ্যই হতে চলেছে বিদেশি লগ্নী আনা।
তবে এখানেই শেষ নয়। দুবাই যাওয়ার পথে বিমানে বসে কেক কাটলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী তার প্রতিনিধিদের সঙ্গে নিয়ে কেক কেটে এই দিনটিকে উদযাপন করেন। তারপরই শোনা যায় করতালির শব্দ। বিমানবন্দরে উপস্থিত থাকা সফর সঙ্গীরা তাকে শুভেচ্ছা জানান এই সফরের জন্য।
মঙ্গলবার সকালে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী। বুধবার ভোরে দুবাই থেকে তিনি রওনা দেবেন স্পেনের রাজধানী মাদ্রিদের পথে। বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে তার কর্মসূচি।
জুলি সাউ
コメント