top of page

সন্দেশখালি নিয়ে ভাল নাটক তৈরি করেছিলেন, সব তথ্য ফাঁস হয়ে গেছে: মোদীকে তোপ মমতার

নদিয়ার চাকদহের সভা থেকে সন্দেশখালি প্রসঙ্গে এবার প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নদিয়ার চাকদহের সভা থেকে সন্দেশখালি প্রসঙ্গে এবার প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বলেন, "আমি অনেকদিন ধরেই বলছিলাম, এটা সাজানো পরিকল্পনা। এখন সেটা ফাঁস হয়েছে। অথচ সন্দেশখালি নিয়ে বাংলায় এসে মোদী কত মিথ্যে কথা বলে গেল! একটা বাচ্চা মিথ্যে কথা বললে মা দুটো থাপ্পড় মেরে তাঁকে ঠিক করে, কিন্তু প্রধানমন্ত্রী মিথ্যে কথা বললে তাকে কী করা উচিত? বলাটা আপনারা বলবেন। বলছে, সবার বাড়িতে বিনা পয়সায় বিদ্যুৎ গেছে। ছিঃ ছিঃ কতবড় মিথ্যেবাদী, জুমলা। এতো গ্যাস বেলুনের চেয়েও বড় বেলুন। ছিঃ ছিঃ দেশের লজ্জা!"


প্রসঙ্গত, শনিবার সকালে সন্দেশখালির বিজেপি নেতার একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে ওই বিজেপি নেতাকে বলতে শোনা গিয়েছে যে সন্দেশখালির ঘটনা পুরোটাই সাজানো। মহিলাদের ধর্ষণের ঘটনাও মিথ্যে। তাদের দিয়ে ধর্ষণের অভিযোগ করানো হয়েছে। এবং গোটা বিষয়টির জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টাকা দিয়ে সাহায্য করেছেন বলেও দাবি করেছেন ওই বিজেপি নেতা।

এদিন এই প্রসঙ্গ টেনে মমতা বলেন, "বিজেপির নোংরা মানসিকতা সামনে আসছে। সন্দেশখালির আসল সত্য ফাঁস হয়ে গেছে।"

গত বুধবার রাজ্যপালের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন রাজভবনেরই এক মহিলা কর্মী। যা নিয়ে শোরগোল রাজ্য রাজনীতিতে। শনিবার নদিয়ার সভা থেকে মমতা বলেন, "মাননীয় রাজ্যপালের কার্যকলাপ দেখছেন? দেখছেন তো রাজভবনে মেয়েদের সঙ্গে কী কাণ্ড করছেন। মেয়েদের ডেকে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করেন। তারপর প্রদানমন্ত্রী সেখানে গিয়ে রাত্রিবাস করেন।"

মোদীকে 'ফুটোভাঁড়' বলে কটাক্ষ করে মমতা বলেন, "আপনি সন্দেশখালি নিয়ে বড় বড় সন্দেশ (পড়ুন, খবর) দেন, কই রাজ্যপালের বিষয়ে তো একটাও সন্দেশ দিতে পারলেন না! " 

এই প্রসঙ্গেই টেনে এনেছেন নদিয়ার রানাঘাটের বিজেপি প্রার্থীর প্রসঙ্গ। মোদীকে উদ্দেশ্য করে মমতার প্রশ্ন, "এখানকার বিজেপি প্রার্থী জগন্নাথ কী করে বেড়ান, আপনি জানেন না? ওর কাণ্ডকারখানা শুনলে তো মানুষ লজ্জায় শিউড়ে ওঠে। মুকুটমণিকে কেন বিজেপি ছাড়তে হল? আপনি জানেন না!" 

কটাক্ষের সুরে মমতা বলেন, "এদের ভোটে দাঁড়ানোর অধিকার আছে, না ক্ষমতা আছে, না লজ্জা আছে, কিচ্ছু নেই।"

Comments


bottom of page