বার্সেলোনায় প্রবাসী ভারতীয়দের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর, লা-লিগা অ্যাকাডেমি ও আপন বাংলার ঘোষণা
- Ruchika Mukherjee, WTN
- Sep 17, 2023
- 1 min read

রবিবার স্পেন সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঁচ নম্বর দিন। রবিবার দুপুরে বার্সেলনায় পৌঁছায় মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার বার্সেলোনায় মমতার শিল্প সম্মেলন। তার জন্য প্রস্তুতি এখন থেকেই নিচ্ছেন। মুখ্যমন্ত্রীর আশা বার্সেলোনার সম্মেলনে সাড়া মিলবে।রবিবার প্রবাসী ভারতীয়দের সঙ্গে আলাপ চারিতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে কলকাতায় লা লিগা অ্যাকাডেমি করবেন কিশোর ভারতী স্টেডিয়ামে।
এর পাশাপাশি তিনি লক্ষীর ভাণ্ডারের কথা বলেছেন, এছাড়াও তিনি বলেছেন ইউনেসকো শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজ তকমা দিয়েছেন। এর আগেও দুর্গাপুজোকে যে ওয়ার্ল্ড হেরিটেজ তকমা দিয়েছে ইউনেসকো সে কোথাও তিনি বলেছেন।
এর পাশাপাশি তিনি আরও একটি কথা বলেন প্রবাসী ভারতীয়দের জন্য একটি "আপন বাংলা " অ্যাপ চালু করা হবে। ভারতে থাকা আত্মীয়স্বজনদের খবর জানবার জন্য। পাশাপশি বাংলার কিশোর ভারতী স্টেডিয়ামে হবে লা লিগার অ্যাকাডেমি। বার্সালোনা থেকে বার্তা মমতার। এর আগে মাদ্রিদের বাণিজ্য সম্মেলনে মমতা জারা অ্যাপারেল ব্রান্ডের কারখানা বাংলায় চালু করার কথাও ঘোষণা করেন। পাশাপশি সেদিনই লা লিগা নিয়েই একটি বড় ঘোষণা করেন। বাংলায় অ্যাকাডেমি তৈরির জন্য জমি দেওয়ার কথা মাদ্রিদেই ঘোষণা করেন মমতা। তারপর বার্সালোনায় এসে সেই ঘোষণাতেই সিলমোহর মমতার।
এছাড়াও মুখ্যমন্ত্রী আবেদন জানান প্রবাসীদের অনুষ্ঠানে বাংলার বিনিয়োগের জন্য। সেই সঙ্গে দুর্গাপুজো দেখার আমন্ত্রণও জানিয়েছেন। এদিকে বার্সেলোনার বেঙ্গলি কালচারাল আসোসিয়েশনের সভাপতি সঞ্জয় দাসগুপ্ত বলেছেন, "কলকাতার সঙ্গে বার্সেলোনার অনেক মিল রয়েছে। আড্ডা, খাওয়াদাওয়া, ফুটবল উন্মাদনা, এই শহরেও সব কলকাতার মতো।
Комментарии