top of page

পায়ে চোট, তড়িঘড়ি এসএসকেএম-এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আগামী ১০ দিন পেস্টের পরামর্শ



পায়ে চোট মুখ্যমন্ত্রীর , তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিকেল চারটে নাগাদ মুখ্যমন্ত্রীকে তৎপরতার সঙ্গে হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর হাঁটুতে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী। আর সেই কারণেই তড়িঘড়ি হাসপাতালে আনা হয় তাকে। সূত্র মার্ফত জানা যাচ্চে মুখ্যমন্ত্রীর হাঁটুর অপারেশন হতে পারে। তবে এখনও এবিষয়ে কোনও সরকারি মন্তব্য পাওয়া যায় নি ।


শেষ পাওয়া খবর, এখনই কোনও বড় মাপের অপারেশন হচ্ছে না মুখ্যমন্ত্রীর। তবে ডাক্তারদের পরামর্শ, আগামী ১০ দিন মুখ্যমন্ত্রীক বেশ কিছু বিধি নিষেধের মধ্যে থাকতে হবে। পায়ে আবার চোট লাগার ফলেই অসুস্থ হয়েছেন মুখ্যমন্ত্রী।



Commenti


bottom of page