অর্জুন কাপুর এবং মালাইকা অরোরার ঘনিষ্ঠ সম্পর্কের কথা রীতিমতো চর্চিত। সেই সম্পর্কেই নাকি চিড়। সত্যিই, লাইমলাইটে কীভাবে নিজেকে রাখতে হয় তা যথেষ্ট ভালোভাবেই জানেন মালাইকা।
মালাইকা আরোরা ও অর্জুন কাপুর এর বিচ্ছেদ এর গুজব নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। সেই গুজবের মধ্যেই নতুন একটি পোস্ট করেন বলিউড নায়িকা, যা ইতিমধ্যে ভাইরাল।
নতুন পোস্টটিতে মালাইকা লিখেছেন, "পরিবর্তনই জীবনের নিয়ম এবং যারা শুধুমাত্র অতীত বা বর্তমানের দিকে তাকিয়ে আছে, তারা ভবিষ্যৎকে মিস করবে।" মালাইকার এই পোস্টটি নিয়ে তোলপাড় গোটা নেট দুনিয়া।
এই পোস্টের পরই অর্জুন কাপুরের পরিবারের সদস্যদেরও সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দিয়েছেন মালাইকা। অর্জুন কাপুরের দুই বোন অংশুলা কাপুর এবং জাহ্নবী কাপুর এবং খুশি কাপুর এর পাশাপাশি বাবা বনি কাপুর এবং অনিল কাপুরকেও আর অনুসরণ করছে না নায়িকা।
বেশ কিছু দিন ধরে একসাথে এক ফ্রেমে দেখাও যায়নি এই দম্পতিকে। সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট শেয়ার করেন যেখানে তিনি বলেছেন "এক নারীর সঙ্গে আপনি যে ব্যবহার করবেন, আপনার প্রতি তাঁর ব্যবহারেও সেই চাপই দেখা যাবে।"
এর আগেও ইনস্টাগ্রাম স্টোরিতে এইরকম ইঙ্গিত করে পোস্ট শেয়ার করেছেন মালাইকা। তেমনই এক পোস্টে লেখা ছিল," সাহসের সঙ্গে নিজেকে জীবন যাপন করতে হবে। অসম্ভবকে সম্ভব করার বিশ্বাস রাখতে হবে যে যারা পাশে থাকার তাঁরা থাকবে।"
মালাইকার সাম্প্রতিক পোস্ট দেখে নেটিজেনদের ধারণা, সরাসরি এখনও মুখ না খুললেও অর্জুনের সঙ্গে বিচ্ছেদ সংক্রান্ত প্রসঙ্গেই এমন পোস্ট করেছেন নায়িকা।
রুচিকা মুখার্জি
Comments