top of page

মালদা শহরে ডেঙ্গি নিয়ে শুরু হয়েছে অস্থিরতা, রাস্তায় নেমে কাজ করছে পৌরসভা ও প্রশাসন


মালদা জেলায় ইতিমধ্যেই ডেঙ্গি আক্রমণের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। জেলায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ১৭৮ । এরমধ্যেও ২৭২ জন মালদার ইংরেজবাজার শহরের বাসিন্দা। শহরের চারটি ওয়ার্ডকে ইতিমধ্যে "হটস্পট" হিসেবে চিহ্নিত করা হয়েছে।


ইংরেজবাজার পৌরসভার দাবি শহরের ডেঙ্গি আক্রান্তদের একটা বড় অংশ বাইরে থেকে এসেছেন। আজ সকাল থেকে মালদা রাস্তায় ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী, মালদার মহকুমা শাসক পংকজ তামাং সহ প্রশাসন ও পৌরসভার পদস্থ আধিকারিক ও কাউন্সিলররা।


শহরের যেসব উঁচু বাড়িতে বা যেসব এলাকায় সাধারণ ভাবে নজরদারি সম্ভব নয়, সেই সব জেগেয়া ড্রোনের মাধ্যমে কোথাও জমা জল বা মশার লার্ভা রয়েছে কিনা তার খোঁজ শুরু করা হয়েছে। ড্রোনের ফুটেজ খতিয়ে দেখে সেই সব বাড়ির মালিককে নোটিশ দেওয়া এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন ও পৌরসভা।


অন্যদিকে মালদা শহরের ১০ নম্বর, ১২ নম্বর ওয়ার্ড সহ একাধিক এলাকায় ড্রোনে নজরদারির পাশাপাশি পৌরসভা কর্মীরা বাড়ি বাড়ি ঘুরে পর্যবেক্ষণ এবং লার্ভানাশক স্প্রে করে আসছেন।

Comments


bottom of page