top of page

ট্রেনের সময় বদলের প্রতিবাদে আন্দোলন নিত্যযাত্রীদের


আজ ২৯শে সেপ্টেম্বর সকালে পুরাতন মালদার কোর্ট স্টেশনে নিত্য রেল যাত্রীরা নিউ-জলপাইগুড়ি গামী ডি এম ইউ ট্রেনের সময়কে বহাল রাখার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন।


জানা গেছে, এই ডি এম ইউ ট্রেনটি পুরাতন মালদার কোর্ট স্টেশন থেকে সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে ছাড়া হয় এবং এই ট্রেনে প্রায় পাঁচশো থেকে ছয়শো জন নিত্যযাত্রী যাতায়াত করেন। তারমধ্যে কেউ সরকারি চাকরিজীবী, কেউ বেসরকারি কাজে কর্মরত।


নিত্য যাত্রীদের দাবি আগামী পয়লা অক্টোবর থেকে এই ট্রেনটির সকাল সাড়ে ছটায় ছাড়ার চিন্তাভাবনা নিয়েছে রেল কর্তৃপক্ষ। সাড়ে ছটায় ট্রেন ছাড়লে যাত্রীদেরকে বাড়ি থেকে ভোরবেলা বেরোতে হবে এবং কর্মস্থলে প্রায় দুই থেকে তিন ঘন্টা আগেই পৌঁছে যাবেন। এরফলে চরম সমস্যায় পড়তে হবে নিত্যযাত্রীদের।


এই ট্রেনটি যেন ৮ঃ৪৫ এ ছাড়া হয় এই দাবি নিয়ে কোর্ট মালদা স্টেশনের প্লাটফর্মে বিক্ষোভ এবং স্টেশন মাস্টারকে একটি স্মারকলিপি প্রদান করেন নিত্যযাত্রীরা। ওই ট্রেনের সময় বদল বন্ধ রাখা অথবা ওই একই সময় বিকল্প ট্রেনের ব্যবস্থার দাবি তোলা হয়।

Comments


bottom of page