top of page

অবাক ঘটনা! ২০২৩-এও বিদ্যুৎ বিহীন এই গ্রাম! কেন? পড়ে দেখুন

Writer: Jaita Chowdhury, WTNJaita Chowdhury, WTN



পুরাতন মালদার ছোট্ট একটা গ্রাম। সাহাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার মাধাইপুরের দীঘিপাড়া। বসবাস মাত্র ২৫টি পরিবারের। এই গ্রামে এখনো বিদ্যুৎ পেঁৗছায়নি। ২০২৩-এ এসেও এখনো পর্যন্ত বিদ্যুৎবিহীন হয়ে রয়েছে আস্ত একটি গ্রাম।


যার জেরেই বৃহস্পতিবার বিক্ষোভ প্রদর্শন করলেন দীঘিপাড়ার গ্রামবাসীরা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ ছয় বছর ধরে বারবার বিদ্যুৎ দপ্তরে অভিযোগ জানিয়েও কোনও সুরাহা হয়নি। এখনো গ্রামে বসেনি ইলেকট্রিকের পোল। অন্ধকার ঘুটঘুটের মধ্যে চলাচল করতে নিরাপত্তার অভাব বোধ করছে এলাকাবাসীরা। গরমের চোটে রীতিমত অসুস্থ হয়ে পড়ছে বৃদ্ধ মানুষেরা। বর্ষায় আরও ভয়াবহ অবস্থা হয় এই গ্রামে।


গ্রামবাসীদের দাবি, বছর ছয়েক আগে বিভিন্ন এলাকা থেকে এই গ্রামে এসে ঘর বেঁধে বসবাস করতে শুরু করেছিলেন তাঁরা। রপর থেকেই বিদ্যুৎ পরিষেবার জন্য আবেদন করা হয়েছিল। কিন্তু, অভিযোগ দীর্ঘ ৬ বছর ধরে বহুবার বিদ্যুৎ দপ্তরকে বলা সত্ত্বেও কোনও কর্ণপাত করেনি। বছরের পর বছর ভয়াবহ গরম ও ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে দুর্বিষহ অবস্থায় দিন কাটাতে হচ্ছে গ্রামবাসীদের।


বারবার বিদ্যুৎ দপ্তরকে বলা সত্ত্বেও পরিষেবা থেকে বঞ্চিত। আগামী দিনে বিদ্যুৎ সংযোগ না করা হলে বৃহত্তর আন্দোলনে নামার ঘুসিয়ারি দিয়েছেন বাসিন্দারা। যদিও এ বিষয়ে জেলা বিদ্যুৎ দপ্তরের রিজিওনাল ম্যানেজার উজ্জ্বল রায় জানান, যত তাড়াতাড়ি সম্ভব সমস্যা সমাধানের চেষ্টা করা হবে ।


Comentarios


bottom of page