মহুয়ার বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ উঠেছে, কেন্দ্রের লগ ইন বিধি, পাসওয়ার্ড এবং ইমেল অ্যাকাউন্টের বিষয়ে এনআইসির শর্তগুলি ঠিক কী কী?
ভারতে থাকা অবস্থায় দুবাই থেকে মহুয়া মৈত্রের সংসদীয় আইডিতে লগইন করা হয়েছে। এর ফলে গোটা দেশের নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত হয়েছে। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে, টাকা নিয়ে প্রশ্ন বিতর্কে এমনই অভিযোগ তুলেছিলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া বিরুদ্ধে। শুধু তাই নয়, তিনি আরও অভিযোগ করেছিলেন যে, তাঁর সংসদের আইডি এবং পাসওয়ার্ড, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, ব্যবসায়ী দর্শন হীরানন্দানিকে দিয়েছিলেন। হীরানন্দানি আদানিদের বিরুদ্ধে এই লগ ইন এবং পাসওয়ার্ড ব্যবহার করেই সংসদে প্রশ্ন তুলে ধরতেন মহুয়া।
নিশিকান্ত, মহুয়াকে সাসপেন্ড করারও দাবি জানিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে। এই গোটা বিষয়টি লোকসভার এথিক্স কমিটির কাছে পাঠানো হয়েছে। শুনানিও শুরু হয়েছে। এই নিয়ে বিতর্কও দেখা গিয়েছে। এথিক্স কমিটির প্রধান বিজেপি সাংসদ বিনোদ সোনকর বলেছেন, সাংসদ ছাড়া সংসদের এই লগ ইন আইডি অন্য কেউ ব্যবহার করলে সেটি দণ্ডনীয় অপরাধ।
সাংসদদের লগ ইন করার বিষয়ে সমস্ত তথ্য, লগইন কোড এবং পাসওয়ার্ড প্রকাশ্যে আনুক এনআইসি। তবেই বোঝা যাবে, অন্য কেউ এই কাজের পিছনে আছেন কিনা। এই ব্যাপারে এমনটাই দাবি জানালেন মহুয়া।
তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ ওঠায়, ইমেল অ্যাকাউন্টের ক্ষেত্রে এনআইসির শর্তগুলি ঠিক কী?
সাংসদের ইমেল অ্যাকাউন্ট, আইডি এবং পাসওয়ার্ড এই বিষয়ে বেশ কিছু নিয়ম আছে এনআইসির। নতুন কোনও ইমেল অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে এনআইসির শর্ত মেনে একটি ফর্ম ফিলআপ করতে হয়।
ওই নতুন ইমেল অ্যাকাউন্টটি ব্যবহার করার জন্য এনআইসির ওই ফর্মে থাকা যে শর্তগুলি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে সেগুলি হল -
• এই ইমেল ব্যবহারকারীরা তাদের আইডি এবং পাসওয়ার্ড গোপন রাখবে।
• অন্তত তিন মাসে একবার করে পাসওয়ার্ড বদলাতে হবে। এটি না করা হলে সেই অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যেতে পারে।
• সেই হ্যাক হওয়া অ্যাকাউন্টের অপপ্রয়োগ হলে এনআইসি তার জন্য দায়ী থাকবে না। ওই অ্যাকাউন্টের অপপ্রয়োগ হলে অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হবে।
• কোনো অচেনা বা অজানা সূত্র থেকে কোনো রকম অ্যাটাচমেন্ট এলে সেটি না খোলাই শ্রেয়। এই ধরনের ইমেলগুলিতে ভাইরাস থাকতে পারে, কম্পিউটার করাপ্ট হয়ে যেতে পারে, সেই জন্য এই ধরনের ইমেলগুলি না খুলে ডিলিট করে দেওয়া উচিত।
• ব্যক্তিগত ফায়ারওয়াল সফ্টঅয়্যার এবং অ্যান্টিভাইরাস ব্যবহার করে ইমেল অ্যাকাউন্টগুলোকে সুরক্ষিত রাখা যায়।
• যে ধরনের কনটেন্ট ইমেলে পাঠানো হবে, তার জন্য দায়ী থাকবে না এনআইসি।
• ইমেল পরিষেবার জন্য এনআইসি নিরাপদ চ্যানেলগুলিকে ব্যবহার করে।
• অ্যাকাউন্ট ব্যবহারকারীর তথ্যগুলি যাতে কোনরকম ভাবে নষ্ট না হয়, তার জন্য সম্ভাব্য পদক্ষেপ করবে এনআইসি।
• কোনও তথ্য যদি অ্যাকাউন্ট ব্যবহারকারী ভুলবশত মুছে ফেলেন, তা হলে সেই তথ্য পুনরুদ্ধারের জন্য এনআইসিকে অনুরোধ করতে পারবেন না।
• অ্যাকাউন্ট ব্যবহারকারীর এটি দায়িত্ব যে ইমেলের বার্তাগুলো সেভ করে রাখা। কারণ, নির্দিষ্ট সময়ের পর সেই বার্তাগুলি মুছে যায়।
• কোনও অ্যাকাউন্ট ৯০ দিন ব্যবহার করা না হলে এনআইসি সেই অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দেবে।
• যদি ব্যবহারকারীর কাছ থেকে কোনো রকম অনুরোধ না আসে, তা হলে এনআইসি সেই অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হওয়ার দিন থেকে ৯ মাসের মধ্যে ব্যবহারকারীর ওই ইমেল আইডিও বাতিল হয়ে যাবে।
• সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তাঁর ইমেল আইডি, ইমেল অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য, কোনো কিছুই প্রকাশ করবে না এনআইসি।
Comments