নতুন দিল্লিতে সমাপ্ত হলো জি-২০ শীর্ষ সম্মেলন। ভারতে আয়োজিত এই দুই দিনের জি-২০ শীর্ষ সম্মেলনের চূড়ান্ত অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন যে জি-২০'র ফোরামে ভারতের সভাপতিত্ব আনুষ্ঠানিকভাবে ৩০ নভেম্বর অবধি কার্যকর থাকবে। অর্থাৎ, গ্রুপের প্রধান হিসাবে ভারতের সভাপতিত্বের মেয়াদ রয়েছে আরো আড়াই মাস।
নভেম্বরের শেষের দিকে জি-২০'র একটি ভার্চুয়াল অধিবেশনের প্রস্তাবও তিনি রাখেন।
বিশ্ব বিশেষজ্ঞদের কাছ থেকে ভারতের এই উদ্যোগ এবং আয়োজন ব্যাপক প্রশংসা অর্জন করেছে। জি-২০ রিসার্চ গ্রুপের ডিরেক্টর জন কির্টন এটিকে "বৈশ্বিক শাসনের অগ্রগতির একটি উল্লেখযোগ্য পদক্ষেপ" বলে প্রশংসা করেছেন।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, জি-২০ শীর্ষ সম্মেলনের মঞ্চে আনুষ্ঠানিক ঘোষণার ফলে রাশিয়ার বিচ্ছিন্নতা এখন নিশ্চিত।
রাশিয়ার প্রতিনিধিদের নেতৃত্বে থাকা বিদেশ মন্ত্রী সের্জেই লাভরভ অভিমত প্রকাশ করেন যে এই শীর্ষ সম্মেলন শুধু ভারতেরই সাফল্য নয়, সমগ্র দক্ষিণ গোলার্ধসহ বিশ্বের উন্নয়নশীল দেশগুলির সাফল্যকেই ইঙ্গিত করে।
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসন জি-২০'র ভিত নাড়িয়ে দিতে পারে। তিনি বলেছেন, উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক ব্যবসা নিশ্চিত করবার জন্যে ভারত এখন অপরিহার্য এক অংশীদার। তিনি আরো বলেন, "এই বছরের চেয়ার হিসাবে ভারতের নেতৃত্বে, আমরা জি-২০ নেতাদের ঘোষণায় একমত হতে পেরেছি। এটা সত্যিই একটি অর্থবহ অর্জন।"
Kommentare