বুধবার থেকে চলছে অবিরাম বৃষ্টি, জনজীবন বিপর্যস্ত। নিম্নচাপের প্রভাবে গতকাল থেকে শুরু হওয়া বৃষ্টির বিরাম নেই। আজ ভোর থেকেও শুরু হয়েছে বৃষ্টি। আকাশ কালো মেঘে ঢাকা, উধাও শরতের নীল সাদা মেঘ।
সপ্তাহের কাজের দিনে বৃষ্টির কারণে নাজেহাল হতে হচ্ছে পশ্চিমবঙ্গবাসীদের। মার খাচ্ছে পুজোর বাজার। এক কথায় নিম্নচাপের জেরে একটানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত ।
উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা। বৃষ্টির এই স্পেল চলবে শনিবার পর্যন্ত। দক্ষিনবঙ্গে মেঘলা আকাশ দফায় দফায় হালকা মাঝারি বৃষ্টি। শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা।
উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ বাংলা ও ওড়িশা উপকূলে অবস্থান। মৎস্যজীবীদের আজ সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নিম্নচাপ ওড়িশা উপকূল ও উত্তর ওড়িশাতে দক্ষিণ-পশ্চিম দিকে ঝুঁকে রয়েছে। এটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে স্থলভাগের মধ্যে দিয়ে ঝাড়খন্ড ক্রস করবে আগামী দুদিনে।
কলকাতায় আজ দিনভর মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সকাল থেকে দফায় দফায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বৃষ্টি বাড়বে; কমবে তাপমাত্রা।
কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম।
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৬ থেকে ৯৮ শতাংশ। বৃষ্টিপাতের পরিমাণ ২৪.৮ মিলিমিটার। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস।
Comments