top of page

বেলডাঙা থেকে সোজা সিওল পাড়ি ২ ছাকেরীর, বিটিএস ভালোবাসার পাগলামিতে মাতোয়ারা তরুনীদের বিদেশে পাড়ি

মুর্শিদাবাদ বেলডাঙা থেকে দক্ষিণ কোরিয়ার সিওল। তিন নাবালিকার স্বপ্ন বিটিএস শিল্পীদের সাথে দেখা করার।



বেলডাঙার সপ্তম শ্রেণীর তিন ছাত্রীকে শালিমার স্টেশন থেকে উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিন নাবালিকা বাড়ির থেকে পালিয়ে কলকাতায় আসে। শালিমার থেকে মুম্বাই যাওয়ার ট্রেনের টিকিট কাটে। কিন্তু ট্রেনে ওঠার আগেই জিআরপিএফ তাদের কে আটকে দেয়।


সম্প্রতিকালে ‘ব্যাংটন সোনিয়েন্ডন’, অর্থাৎ ‘বিটিএস’ এর ফ্যান বেড়ে গেছে। দক্ষিণ কোরিয়ার এই জনপ্রিয় ব্যান্ড এখনকারের ছেলেমেয়েদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। ব্যান্ডের শিল্পীদের নাচ-গান, পোশাক, চুলের কায়দা দেখে মুগ্ধ হচ্ছে। তাদের প্রতি ভালোবাসাটা এখন পাগলামি তে পৌঁছে যাচ্ছে।


রাজ্যের এখন অল্পবয়সী ছেলেমেয়েরা নানান ‘বিটিএস’ ফ্যানক্লাবের সাথে যুক্ত হচ্ছে। শিল্পীদের নকল করার চেষ্টা করছে। তাদের মধ্যে যারা এইসব দেখছে না তাদেরকে একলা করে দাওয়া হচ্ছে।


এই পাগলামি এখন দুশ্চিন্তা কারণ হয়ে উঠছে। অভিভাবকরা বুঝতে পারছে না,এইসব ভিডিও তাদের সন্তানদের ভালো করছে নাকি ক্ষতি। কিছুদিন আগে কলকাতা শহরে বিটিএস ক্লাব থেকে বড়ো অনুষ্ঠান পালন করা হয়।

Comments


bottom of page