ওড়িশায় সম্প্রতি ৬১,০০০টি বজ্রপাত ঘটল প্রায় দু-ঘণ্টা জুড়ে। যা এই দেশে একটি রেকর্ড। স্বাভাবিক ভাবেই রাজ্যের বহূ এলাকাই এখন বিপর্যস্ত ।
বন্যা, খরা এবং সাইক্লোনের মতো দুর্যোগের কারণে ওড়িশাকে প্রায়শই দেশের প্রাকৃতিক দুর্যোগের রাজধানী বলা হয়। পরিসংখ্যান দেখায় যে নিয়মিত বিরতিতে রাজ্যে যে সমস্ত দুর্যোগ আসে তার মধ্যে বজ্রপাত অন্য যে কোনও প্রাকৃতিক দুর্যোগের চেয়ে বেশি মানুষের জীবন কেড়ে নেয়। তবে সাম্প্রতিক এই লাগাতার বজ্রপাত অনতিঅতীতকে প্রায় ভুলিয়ে দিয়েছে বলা যায়।
একটি ইংরেজি দৈনিকে দেওয়া এক বিশেষ বার্তায় ত্রাণ কমিশনার সত্যব্রত সাহু বলেছেন, বজ্রপাতে ১২ জনের মৃত্যু হয়েছে। প্রতিবেদনে এও বলা হয়েছে, ভারতীয় আবহাওয়া বিভাগ ৭ই সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে চরম আবহাওয়ার সতর্কতা জারি করেছে। সরকারি তরফেও নেওয়া হয়েছে ব্যবস্থা।
সূত্রের খবর অনুযায়ী এই নিরন্তর বজ্রপাতে অন্তত ১৪ জন আহত হয়েছেন ।
Comments