top of page

শিয়ালদহ মেন সেকশনে ট্রেন লাইনচ্যুত


দমদম ষ্টেশনে ঢোকবার ঠিক আগে ডাউন কল্যাণী-মাঝেরহাট লোকাল লাইনচ্যুত হলো আজ শনিবার। দুর্ঘটনা ঘটে সকাল ৯.৫২ মিনিটে।


লোকাল ট্রেনটির মাঝের কামরার দুটি চাকা লাইন থেকে নেমে যায়। আচমকা এমন ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে যায়। তবে হতাহতের কোনো খবর এখন অবধি পাওয়া যায়নি।


পূর্ব রেলের কতৃপক্ষের তরফ থেকে জানানো হচ্ছে যে ট্রেনটির গতিবেগ কম থাকবার ফলে যাত্রীদের কোনোরকম শারীরিক আঘাত ঘটেনি


প্রসঙ্গত, ঠিক পাঁচদিন আগে শিয়ালদহ-গামী একটি লোকাল ট্রেন দমদম স্টেশনের নির্দিষ্ট প্ল্যাটফর্মে না ঢুকে অন্য একটি লাইনে চলে যায়। এর ফ্ল্রে যাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

প্ল্যাটফর্মের না ঢুকে অন্য লাইনে গিয়ে ট্রেনটি ২০ মিনিট দাঁড়িয়ে থাকে। যাত্রীরা নামাওঠা করতে পারেন না।


তবে আজ শনিবার যে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটলো, তা মর্মান্তিক হতে পারতো যদি ট্রেনটির গতিবেগ বেশি হতো।


পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন যে ট্রেনচালকের তৎপরতার কারণে কোনো দুর্ঘটনা ঘটেনি। ট্রেনচালক ঘটনাটি বোঝার পরমুহূর্তেই ট্রেনটি থামিয়ে দেন।


দেড় ঘণ্টা পরে আজ সকাল সাড়ে এগারোটায় ট্রেনের কামরাটির চাকা তুলে লাইনে বসানো হয়েছে।

এর পর শিয়ালদহ মেন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Comments


bottom of page