প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 'গ্রামীণ সড়ক যোজনার' প্রকল্পের মাধ্যমে প্রায় পাঁচ কিলোমিটার একটি রাস্তা তৈরির কাজ শুরু করা হয়েছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের দাড়িভিট এলাকায়। কিন্তু স্থানীয় সূত্রে খবর, ঠিকাদার ও কিছু অসাধু মানুষের যোগসাজশে রাস্তার কাজ নিম্নমানের হচ্ছে বলে অভিযোগ জানিয়েও এতদিন কোনো কাজের কাজ হয়নি।
প্রায় ২ মাস আগে এলাকার বাসিন্দারা লিখিত ভাবে অভিযোগ করেছিলেন মহাকুমা শাসকের অফিসে তাও কোন লাভ হয়নি বলে অভিযোগ। তাই বাধ্য হয়ে আজকে রাস্তার কাজ বন্ধ করে দিলেন এলাকার বাসিন্দারা। এলাকাবাসীর দাবি রাস্তার কাজ ভালো ভাবে করা হক।
যদিও এই বিষয়ে স্থানীয় তৃনমূল নেতা তথা পন্ডিতপোতা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি অজিত বিশ্বাস জানিয়েছেন, নিম্নমানের কাজের অভিযোগ তুলে রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে গ্রামের মানুষ। তিনি বিষয়টি উপর মহল কর্তৃপক্ষকে জানাবেন।
অন্যদিকে ঠিকাদার সংস্থার এক সুপারভাইজার জানিয়েছেন, কাজ ঠিকঠাক চলছে। তবে এলাকার কিছু মানুষ কাজ বন্ধ করে দিয়েছে। বিষয়টি ঠিকাদারকে জানাবেন বলে জানান তিনি।
Comments