ধুলোয় ঢেকে গিয়েছে সারা রাস্তা।সেই বেহাল রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় মানুষেরা।ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার কোচগেড়িয়া এলাকায়।
স্থানীয় মানুষদের দাবি, ক্ষীরপাই থেকে রামজীবনপুর গামী রাজ্য সড়কটির মেরামতির কাজ দীর্ঘদিন ধরেই খুব ধীর গতিতে চলছে। রাস্তাটি পুরো ধুলোয় ঢেকে গিয়েছে। ফলে পথ চলতি মানুষদের যাতায়াতে প্রচন্ড অসুবিধা দেখা দিয়েছে।
রাস্তায় গাড়ি দেখা, সিগন্যাল ইত্যাদি দেখতে অসুবিধা হচ্ছে। চলছে বায়ুদূষণ ও। রাস্তায় জল না দিয়ে কাজ করার জন্যই এই অবস্থা।
ঠিকাদার সংস্থার গাফিলতি জন্যই এই অবস্থা বলে তাঁরা জানিয়েছেন। এই কারণেই রাজ্য সড়কটি তাঁরা আজ অবরোধ করেন।
Commentaires