এগরায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে এগরা রামনগর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীর
- Ruchika Mukherjee, WTN
- Sep 21, 2023
- 1 min read

গাড়ির ব্যাটারি চুরির ঘটনায় এগরা থানার নেগুয়া বড়পুকুর এলাকা থেকে মঙ্গলবার রাতে সন্দেহজনক তিন যুবককে পুলিশ আটক করে। বেশ কয়েকদিন ধরে এগরা এলাকায় গাড়ি থেকে ব্যাটারি চুরির ঘটনার অভিযোগ আসছিল।
বুধবার ২০শে সেপ্টেম্বর রাতে নেগুয়া বড়পুকুর সংলগ্ন এলাকা থেকে পুলিশ সন্দেহজনক তিন যুবককে আটক করে। যদিও জিজ্ঞাসাবাদে ব্যাটারি চুরির সঙ্গে তাদের কোনো যোগ পায়নি পুলিশ। আটক তিন যুবককে বুধবার ছেড়ে দেওয়া হয়েছে।
ব্যাটারি চোরকে ধরে ছেড়ে দেওয়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে প্রায় এক ঘন্টা ধরে এগরা-দীঘা রাজ্য সড়ক অবরোধ করলো স্থানীয় বাসিন্দারা।
ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা-১ নম্বর ব্লকের আরবিসি অঞ্চলের এগরা-দীঘা রাজ্য সড়কের নেগুয়া এলাকায়।
এই ঘটনায় এলাকায় তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয় এলাকাবাসীদের অভিযোগ, গত এক বছর ধরে উক্ত এলাকায় লরি, টোটো থেকে শুরু করে একাধিক গাড়ির ব্যাটারি চুরি হয়ে যাচ্ছিল। সেই কারণে, গাড়ির মালিকেরা এগরা থানায় অভিযোগ দায়ের করে।
অভিযোগের ভিত্তিতে বিশ্বকর্মা পূজোর দিন পুলিশ চারজনকে গ্রেফতার করে।
গাড়ি চালকদের অভিযোগ, পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করার পর টাকা নিয়ে তাদেরকে রাতারাতি ছেড়ে দেয়। সেই কারণে তারা ক্ষুব্ধ হয়ে খুব শুরু করেছে। তাদের দাবি অবিলম্বে পুলিশকে আরো অভিযোগ নিতে হবে। সাথে সাথে অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে। না হলে এই অবরোধ অনির্দিষ্টকালের জন্য চলবে।
Comments