মালদহে বিক্ষোভ হাসপাতালে বেহাল চিকিৎসা পরিষেবার প্রতিবাদে
- Ruchika Mukherjee, WTN
- Sep 21, 2023
- 1 min read

হাসপাতালে বেহাল চিকিৎসা পরিষেবার প্রতিবাদে এবং ব্লক স্বাস্থ্য আধিকারিককে বদলির দাবিতে তুমুল বিক্ষোভ মালদহের বামনগোলার মোদিপুকুরে। রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল বাসিন্দাদের। বিক্ষোভের মুখে পুলিশ। ঘটনায় তুমুল উত্তেজনা।
গত সোমবার মোদিপুকুর গ্রামীন হাসপাতাল জ্বরে আক্রান্ত এক মহিলার মৃত্যুর ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ ওঠে। ওইদিনও তুমুল বিক্ষোভ হয় হাসপাতাল চত্বরে। সে সময় পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
বৃহস্পতিবার সকাল থেকে বি এম ও এইচ- এর বিরুদ্ধে স্লোগান তুলে পথে নামেন বামনগোলার প্রচুর মানুষ। তাঁদের অভিযোগ, সাদা কাগজে ওষুধ লিখে চুটিয়ে প্রাইভেট প্র্যাকটিস করছেন বামনগোলার বিএমওএইচ। অথচ হাসপাতালে গেলে সঠিক পরিষেবা মিলছে না।
অবিলম্বে তাঁর বদলির দাবি তোলেন বিক্ষোভকারীরা। এক সপ্তাহের মধ্যে ব্লক স্বাস্থ্য আধিকারিককে বদলি করা না হলে ফের বৃহত্তর আন্দোলনের হুমকি দেওয়া হয়েছে।
Comments