প্রতিনিধিত্বমূলক ছবি
গত ২০ সেপ্টেম্বর খানাকুলের এক ব্যাবসায়ী বীরেশ্বর পাত্র, রাতে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন । তার পথ আটকায় বাইকে করে আসে বেশ কয়েকজন। তারপর তাকে সাইকেল থেকে ফেলে দিয়ে তার গলায় থাকা প্রায় ৬০ গ্রাম ওজনের সোনার চেন ছিনতাই করে নিয়ে চম্পট দেয় অভিযোগ খানাকুলের অনন্তনগর এলাকায় স্থানীয়রা।
সেই ঘটনার পর খানাকুল থানার অভিযোগ করে বীরেশ্বর পাত্র। সেই অভিযোগের ভিত্তিতে এবার পুলিশ গ্রেফতার করলোস্থানীয় বিজেপি নেতাকে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে গত ২৮ তারিখ আগ্নেয়াস্ত্র সহ বিক্রম ও কুশলকে গ্রেফতার করে।
পুলিশের তদন্ত করার পরেই উদ্ধার করা হয় ছিনতাই হওয়া সোনার চেন ও একটি পাইপ গান।পাশাপাশি আটক করা হয় একটি বাইক।তারপর তাদের আদালতের নির্দেশে ২দিন পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে।
পুলিশ সূত্রে খবর, তারা আগ্নেয়াস্ত্র ও আটক করে বাইক নিয়ে ছিনতাই করেছে। পাশাপাশি পুলিশের অনুমান আরও এই ঘটনায় অনেকেই জড়িত থাকতে পারে।
তাদের তল্লাশি শুরু করেছে পুলিশ।ঘটনায় সরাসরি বিজেপি বিধায়ক ঘনিষ্ঠ তথা স্থানীয় বিজেপি নেতা কুশল বটব্যাল যুক্ত থাকায় রীতিমতো শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
যদিও এই ঘটনায় খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ বলেন, কেউ দোষ করলে আইন আইনের মতো করে তাকে শাস্তি দেবে। অন্যদিকে রবিবার ধৃতদের ফের আরামবাগ মহকুমা আদালতে পাঠায় পুলিশ সূত্রে খবর।
Kommentare