top of page

ঘরে ঘরে কোজাগরি লক্ষ্মী পুজোর দিন দেবী আরাধনার প্রস্তুতি


কোজাগরী লক্ষ্মীপূজোর দিন শঙ্খ ধ্বনিতে বাঙালির প্রতিটি ঘর মুখরিত হয়ে ওঠে। কোজাগরী শব্দটি এসেছে সংস্কৃত শব্দ কো জাগতী থেকে। এর অর্থ কে জেগে আছো। ভক্তরা মনে করেন এই দিন মা স্বয়ং মর্তে এসে ঘরে ঘরে ঘুরে তিনি খবর নেন তার আরাধনায় কে জাগছে।


এরই মধ্যে আজ ২৮ অক্টোবর ১টা ৫ মিনিটে গ্রহণ লাগবে এবং গ্রহণের সময় রাত ২টো ২৪ মিনিট এ ছাড়বে।সন্ধ্যায় ৪টে ৫ মিনিট থেকে সূতক শুরু হবে গ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সুতক কালের সমাপ্তি ঘটবে। শাস্ত্র মতে এই সময়ে কোন পুজো করার নিয়ম নেয়। এমন কি দেব-দেবীকে স্পর্শ করাও নিষেধ। মন্দির থেকে শুরু করে সমস্ত দেব দেবী মন্দির এই সময় বন্ধ করে রাখা হয়। সেখানে সকলের মনে এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে যে সন্ধ্যেবেলা লক্ষ্মীপূজো করা যাবে কী না?


দেবীকে ভোগ দেওয়ার নিয়ম একেক জায়গায় একেক রকম। কোন পরিবারে মা লক্ষীকে আমিষ ভোগ দেওয়ার রীতি রয়েছে। আবার পশ্চিমবঙ্গেও বহু পরিবারে খিচুড়ি তরকারি বা লুচি সুচি ভোগ দেওয়ার নিয়ম রয়েছে।



কোজাগরী লক্ষী পূজোর দিনে বাঙালির ঘরে ঘরে চলছে দেবী আরাধনার প্রস্তুতি। বাজারে ভিড় ফল মূল মিষ্টির দোকানে লাইন পড়ে গিয়েছে। এদিকে বাড়িতে আলপনা দিচ্ছে ছোটরা এবং বাড়ির বড়রা ব্যস্ত পুজোর কাজে।

Comments


bottom of page