top of page

রেশনের পর এবার বনগাঁয় জলাজমি দখল করে বেআইনি নির্মান, ৯৯৯ বছরের লিজে জমি তৃণমূলের শঙ্কর আঢ্যর নামে!

জলা ভূমি ভরাট করে বেআইনি নির্মাণের অভিযোগ বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর বিরুদ্ধে।

ইতিমধ্যেই রেশন দুর্নীতিতে গ্রেফতার হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ট বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য ওরফে ' ডাকু '।



শঙ্কর ওরফে ডাকু গ্রেফতার হওয়ার পর তার বিরুদ্ধে উঠে আসছে একের পর এক অভিযোগ। এবার বনগাঁ থানার বিপরীতে পিডাব্লিউডির জলা ভূমি বুজিয়ে বেআইনি নির্মাণের অভিযোগ বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর ওরফে ডাকুর বিরুদ্ধে। সেখানে নির্মাণ করা হয়েছে একটি ফাইভ স্টার হোটেল যা ৯৯৯ বছরের লিজে দেওয়া রয়েছে তার পরিবারের নামে। বছরে যার ভাড়া ৫ হাজার টাকা। অভিযোগ ২০১৬-১৭ সালে পিডাব্লিউডির কর্মীরা জমি মাপতে আসলে তাদেরকে শারীরিক ভাবে নিগ্রহ করে শঙ্করের অনুগামীরা। ৪.৫০কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছিল হোটেলটি।


৯৯৯ বছরের লিজ নিয়ে প্রশ্ন তুলছেন বাসিন্দারা।

বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি দেবদাস মন্ডলের কথায় অতীতে ওই জায়গা তে একটি দীঘি ছিল। ইছামতি নদী থেকে বেআইনি ভাবে বালি তুলে সেটা কে ভরাট করা হয়েছে এবং ৯৯৯ বছরের লিজ করে গড়ে তোলা হয়েছে বেআইনি নির্মাণ। দেবদাস বাবু এও অভিযোগ তোলেন এতে যা খরচ হয়েছে সেটা সম্পূর্ণ পৌরসভার অর্থ ব্যবহার করা হয়েছে।


শঙ্কর আঢ্য গ্রেফতার হতেই জলাভূমি ফিরিয়ে দেওয়ার দাবিতে সোচ্চার হয়েছেন বনগাঁর মানুষ। বনগাঁর বাসিন্দারা জানিয়েছেন অতীতে এখানে দীঘি ছিল। তবে পরবর্তীতে তারা লক্ষ করেন ইছামতি নদী থেকে বালি তুলে জলা ভূমি টা ভরাট করা হলো এবং বেআইনি নির্মাণ করা হল। বাসিন্দারা জানিয়েছেন তারা সকলে শুনেছিলেন এখানে একটি কর্মক্ষের জায়গা তৈরি হচ্ছে যেখানে বেকার যুবক যুবতীরা কাজ হবে যদিও সেটা এখনো প্রতিশ্রুতি হিসাবে রয়ে গিয়েছে।



Comments


bottom of page