top of page

খাস কলকাতায় ফিল্মি স্টাইলে পড়ুয়া অপহরণ, ক্যামেরা বন্দি হাতাহাতির ঘটনা, দেখুন ভিডিও


ঢাকুরিয়ার একটি বেসরকারি স্কুলের এক পড়ুয়াকে অপহরণ করা হয় রীতিমতো 'ফিল্মি কায়দায়'। পড়ুয়ার নাম মুকেশ বার্মা। বাড়ি পাটুলি স্টেশনের কাছে।


স্কুল ছুটির পর স্কুলের বাইরের বড়ো রাস্তা থেকে ১০-১২ জন এসে বাইকে করে অপহরণ করে পড়ুয়াকে। অন্যরা বাঁচানোর চেষ্টা করলে তাদেরও মারা হয়।


স্কুল কর্তৃপক্ষকে জিজ্ঞেস করায় তাঁরা বলেন যে এই বিষয় তাঁরা কিছু জানেন না। কারণ, এই ঘটনাটি স্কুল চলাকালীন ঘটেনি, ঘটেছে স্কুল ছুটির পর। তবে স্কুলের পক্ষ থেকে থামাত মৌখিক অভিযোগ করা হয়েছে।


তবে স্কুল্র বয়ানেও প্রশ্ন তুলেছেন অনেকে। অনেকেরই প্রশ্ন, স্কুল কী বলতে চাইছে স্কুল থেকে বেরিয়ে গেলেই পড়ুয়াদের প্রতি স্কুল কর্তৃপক্ষের কোনো দায়িত্ব থাকে না? ঘটনাটি ঘটেছে স্কুলের মেন গেটের ঠিক বাইরে । স্কুলের দারোয়ান কোথায় ছিল সেই সময় তা নিয়েও উঠেছে প্রশ্ন।


স্কুল কর্তৃপক্ষ খবর পাওয়ার পর লেক থানার পুলিশকে মৌখিক অভিযোগ জানায়। পুলিশ আসে তদন্ত করতে। সিসিটিভি ফুটেজও দেখছে পুলিশ।এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।

Comments


bottom of page