ভোর পাঁচটার কলকাতায় শাহরুখ জ্বর! প্রথমবার এই শহরের সিনেমা হলে ভোরবেলায় উপচে পড়া ভিড়!
- WTN বাংলা নিউজডেস্ক
- Sep 7, 2023
- 1 min read

এবার বোধহয় নাকি কান্না কাঁদা বাংলা সিনেমার প্রযোজকরাও কিছু শিখবেন। যে কলকাতা শহর বাংলা ছবির প্রাণভোমরা, যেখানে টালিগঞ্জের ইন্ডাস্ট্রি এবার সেই ইন্ডাস্ট্রির মানেই বুম্বা চ্যাটার্জি, সেই ইন্ডাস্ট্রি, থুড়ি, বাংলা সিনেমার বাবুদের লজ্জা পাওয়ার বেলা। শেষ কবে কোন বাংলা সিনেমা ভোর পাঁচটায় সিনেমা হলে হাউসফুল হয়ে চলেছিল মনে আছে ? না মনে নেই , কারণ এমনটা এর আগে কোনওদিনও হয়নি। বৃহস্পতিবার , ০৭ সেপ্টেম্বর ২০২৩ এই বিরল ঘটনা দেখলো কলকাতা। কাকভোরে সিনেমা হলে মানুষের উপচ পড়া ভিড়!
না এই ভিড় কোনও বাংলা সিনেমার জন্য নয়, এই ভিড় কোনও বাংলা সিনেমার সুপারস্টারের জন্যও নয়। এই ভিড়ের পরতে পরতে লুকিয়ে আছে একটাই নাম। কিং খান আর তার 'জওয়ান'
সব রেকর্ড ভেঙে জওয়ানের প্রথম শো ভোর পাঁচটায়। এমন ঘটনা প্রথমবার ঘটল কলকাতায়। সারারাত জেগে সিনেমা হলে হাজির টালিগঞ্জেরই তথাকথিত প্রথম সারির নায়ক নায়িকারা। সাধারণ দর্শকরা তো ছিলেনই। লাইনে জাঁড়িয়ে রইলেন ১০ মাসের প্রসুতি মহিলাও। বাড়ির হাজার বার বারণ করা সত্বেও শুধুমাত্র শাহরুখের জন্য এই উন্মাদনা।
ভোররাতের বৃষ্টিকে বুড়োর আঙ্গুল দেখিয়ে নিউটাউনের মিরাজ সিনেমা হলে ভিড় শাহরুখ ভক্তদের। হল জুড়ে অভিনেতার নামে জয়ধ্বনি। শাহরুখ ভক্তদের বলেচেন, অতীতের সব রেকর্ড ভেঙে দেবে এই সিনেমা।
টলিউডের মাটিতে এসে রেকর্ড গড়ল বলিউড। সঙ্গে রেখে গেল একটি কড়কড়ে থাপ্পড়! যে শহরে বার বার বাংলা সিনেমার প্রজোযকরা টাকা তুলতে ব্যর্থ হন, সেই বাজারেই ভোর পাঁটায় খেল দেখিয়ে বেরিয়ে গেল কিং খান , আর তার জওয়ান ?
Yorumlar