হাতে গুনে আর মাত্র কটা দিন। মা আসছেন। জেলা থেকে শহর সর্বত্র প্রস্তুতি তুঙ্গে। তিলোত্তমা শুরু করেছে ব্যানারে মুড়তে। কলকাতার বেশির ভাগ পুজোয় থাকে থিমের ছোঁয়া। এছর পুজোয় কোথায় কী থিম? দেখে নিন এক নজরে...
টালা প্রত্যয়ঃ গত বছর চোখ ধাধিয়ে ছিল টালার থিম। এবারের টালা প্রত্যয়ের থিমে রয়েছে নতুন চমক। তাঁদের এবারের থিম 'কাহন'।
আহিরীটোলা যুবকবৃন্দঃ এবছরের থিম 'আমার দুর্গা'।
তেলেঙ্গা বাগান সর্বজনীনঃ এবছর ৫৮ বছরে পদার্পণ করল তেলেঙ্গাবাগান সর্বজনীনের পুজো। এবারের তেলেঙ্গা বাগানের থিম 'প্রান্তজনের আত্মকথন'।
সন্তোষ মিত্র স্কোয়ারঃ এবার রাম মন্দির তৈরি হবে কলকাতায়। সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের থিম রাম মন্দির।
শ্রীভূমিঃ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবারের থিম ডিজনিল্যান্ড।
চেতলা অগ্রণীঃ প্রতিবছরই চেতলার থিমে থাকে নতুন নতুন চমক। এবারে চেতলার থিম 'যে যেখানে দাঁড়িয়ে...'।
৬৬ পল্লীঃ এই পুজোয় ৬৬ পল্লীর থিম 'দুর্গার মাটি, মাটির দুর্গা।'
বাদামতলা আষাঢ় সংঘঃ 'প্রতিরুপ' থিমে আসছে এবারের বাদামতলা আষাঢ় সংঘের পুজো।
কুমোরটুলি পার্ক সর্বজনীনঃ এবারের পুজোয় কুমারটুলি পার্কের পুজোর থিম একটু ইউনিক। এবারের থিম উচ্চাকাঙ্খা।
কলেজ স্কোয়ার সর্বজনীনঃ মহীশূরের প্যালেস এবার খাস কলকাতা শহরে। তেইশের পুজোয় এবার সেখানেই অধিষ্ঠান করবেন মা।
Comments