top of page

পুজোর প্যান্ডেল বাঁধার কাজে ডেঙ্গি ম্যালেরিয়ার প্রকোপ কমাতে বিশেষ নজর পুরসভার


পুজো আসছে। কলকাতার বড় পুজোর উদ্যোক্তারা প্রস্তুতি শুরু করে দেন তিন মাস আগে থেকেই । প্যান্ডেল বাঁধার কাজও শুরু হয়ে যায় পুজোর মাস দেড়েক আগে থেকেই । সেই কাজ করার সময় অনেক সময়ই জল জমে থাকে নানান জায়গায়। তারওপর এই বার টানা বৃষ্টি শহর কলকাতায়। এই কাজের জন্য জমা জল থেকে যাতে ডেঙ্গু ম্যালেরিয়ার মশা না জন্ম নেয় সেদিকে বিশেষ নজর দিচ্চে কলকাতা পৌরসভা।


শহর কলকাতায় ডেঙ্গি এবং ম্যালেরিয়ার মশার প্রকোপ রুখতে ত্রিস্তর নজরদারি শুরু করেছে কলকাতা পুরসভা। সেই পর্যায়েই এ বার কলকাতার বিভিন্ন প্রান্তে নির্মীয়মাণ মণ্ডপগুলিতেও নজরদারি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৪ অক্টোবর মহালয়ার দিন থেকেই কলকাতায় শারদোৎসব কার্যত শুরু হয়ে যাবে। তাই কলকাতায় এখন মণ্ডপ তৈরির কাজ চলছে জোরকদমে। এই মণ্ডপ তৈরির কারণে বিভিন্ন জায়গায় বৃষ্টির জল জমে ম্যালিরিয়া বা ডেঙ্গির মশার জন্ম হতে পারে। তাই এমন পরিস্থিতিতে যাতে মশার উপদ্রপ শহরে বৃদ্ধি না পায়, সে দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।


ঠিক হয়েছে, শহরের বিভিন্ন প্রান্তে নির্মীয়মাণ পুজোমণ্ডপগুলির প্রস্তুতির সময় কোথাও জল জমছে কি না, সে বিষয়ে সজাগ নজর রাখবে পুরসভা। ডেঙ্গি, ম্যালেরিয়ার পরিস্থিতি নিয়ে সব বোরো অফিসে গিয়ে কাউন্সিলর এবং আধিকারিকদের সঙ্গে বৈঠক করছেন ডেপুটি মেয়র তথা মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ। বুধবার সেই পর্যায়ে তিনি বেহালায় কলকাতা পুরসভার ১৩ নম্বর বোরোয় গিয়ে দীর্ঘ বৈঠক করেছেন। সেই বৈঠকেই অতীন কাউন্সিলরদের নির্মীয়মাণ পুজোমণ্ডপগুলিতে নজরদারি করতে বলেছেন। সেখানে যাতে জল জমে মশার উপদ্রব না বাড়ে সেই বিষয়ে সজাগ দৃষ্টি রেখে চলতে বলা হয়েছে।


Comments


bottom of page