top of page

রাজ্যজুড়ে আজও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে আজকের আবহাওয়া? কি বলছে হাওয়া অফিস ?


এখনই মিলছে না বৃষ্টি থেকে নিস্তার রাজ্যজুড়ে আজও রয়েছে মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।


দক্ষিণবঙ্গে আজ বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও মেঘলা এবং আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে রৌদ্র উঠলেই বাড়বে তাপমাত্রা এবং বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি।


মঙ্গলবার থেকে তাপমাত্রার পরিবর্তন ঘটবে। আদ্রতা জনিত অস্বস্তি নিয়ে শুক্রবার থেকে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে।


বুধবার এর আগে উত্তরবঙ্গের তাপমাত্রার কোন পরিবর্তন ঘটবে না। পার্বত্য এলাকা সহ ওপরের ৫ জেলায় থাকবে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা। মালদা এবং দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।


কলকাতায় আজ মূলত মেঘলা আকাশ, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার থেকে বৃষ্টি অনেকটাই কমবে বলে আশা করা যায় তবে তাপমাত্রা বাড়লে আদ্রতা জনিত অস্বস্তিও বাড়বে।

কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা 25.1 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল বিকেলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩০.৩ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৮৩ থেকে ৯৬ শতাংশ এবং বৃষ্টিপাতের পরিমাণ ১৪.৮ মিলিমিটার। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস।।


অন্যদিকে উত্তর আন্দামান সাগরের শুক্রবার একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হবে।। উত্তরপ্রদেশ এবং উড়িষ্যার ঘূর্ণাবর্তটি, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত একটি অক্ষরেখা যা উড়িষ্যা এবং ছত্রিশগড়ের ওপর দিয়ে গেছে।


আবহাওয়া অফিস সূত্রে খবর শনিবারের মধ্যে এই নিম্নচাপটি মধ্য বঙ্গোপসাগরের দিক থেকে আসবে এবং নিম্নচাপের আকার ধারণ করে সপ্তাহ শেষে বৃষ্টিপাতের আকার নিয়ে দক্ষিণবঙ্গে ঝরে পড়বে।


শিলিগুড়ি- মেঘলা আকাশ। ভ্যাঁপসা গরম। বৃষ্টির সম্ভাবনা৷


দার্জিলিং- মেঘ আর কুয়াশার লড়াই। হালকা বৃষ্টি। মনোরম আবহাওয়া৷


কালিম্পং- বৃষ্টি না হলেও আকাশ মেঘলা। উঁকি মারছে পাহাড়।


জলপাইগুড়ি- মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা।


ডুয়ার্স- ডুয়ার্সেও মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


আলিপুরদুয়ার- মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


কোচবিহার- মেঘলা আকাশ বৃষ্টির পূর্বাভাস।


ইসলামপুর- মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা।


দক্ষিনদিনাজপুর- মেঘলা আকাশ বালুরঘটেও। বৃষ্টি সকালে নেই, জেলার সব নদীর জল বাড়ছে।

Comments


bottom of page