top of page

ফের উত্তপ্ত খেজুরি, অশান্তি এড়াতে স্থায়ী সমিতি গঠন হবে জেলাশাসকের দপ্তরে

Writer: Jaita Chowdhury, WTNJaita Chowdhury, WTN


অশান্তি এড়াতে বুধবার খেজুরি দু'নম্বর পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠন হবে জেলাশাসকের দপ্তরে। তার আগেই পূর্ব মেদিনীপুর জেলাশাসকের দপ্তর চত্বর জুড়ে পুলিশের কড়া নিরাপত্তা মোতায়েন করা হল।


উল্লেখ্য, সপ্তাহ দুয়েক আগে খেজুরি দু পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিলো এলাকা। বোমাবাজি, মারামারি,গাড়ি ভাঙচুর ঘিরে উত্তেজনা উত্তেজনা ছড়িয়ে পড়েছিল এলাকায়। আজ সেই পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠন হবে জেলাশাসকের দপ্তরে। যার জেরে কড়া পুলিশি প্রহরা বসেছে জেলাশাসকের দপ্তরের সামনে।


প্রসঙ্গত, খেজুরি-২ পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা ১৫। বিজেপি পায় ৯ টি আসন, তৃণমূল কংগ্রেস পায় ৬টি আসন। পঞ্চায়েত সমিতি গঠনের আগে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করে দুই সদস্য। ফলে তৃণমূল ৮, বিজেপি ৭। খেজুরি দু'নম্বর পঞ্চায়েত সমিতিতে সভাপতি এবং সহ-সভাপতি তৃণমূলের পক্ষ থেকে নির্বাচিত হয়।


গত ৫ সেপ্টেম্বর স্থায়ী সমিতি গঠনের আগেই ব্যাপক গণ্ডগোল বেঁধে যায়, বোমাবাজির অভিযোগ ওঠে, শিশির অধিকারি গাড়ি ভাঙচুর করা হয়। সেদিনের মত স্থায়ী সমিতি গঠন বন্ধ হয়ে যায়। হাইকোর্টের নির্দেশে আজ ২০ সেপ্টেম্বর জেলাশাসকের দপ্তরে স্থায়ী সমিতি গঠন করা হবে।


সেইমতো আজ সকাল থেকেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় জেলাশাসকের দপ্তরের ৫০০ মিটার মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়। জানা গেছে, খেজুরি দু'নম্বর পঞ্চায়েত স্থায়ী সমিতি নির্বাচনে ২৪ জন সদস্য অংশগ্রহণ করতে পারবে। পঞ্চায়েত সমিতির ১৫ জন সদস্য এছাড়াও পঞ্চায়েতের প্রধান, বিধায়ক সাংসদ।

Comments


bottom of page