top of page

কসবার স্কুলে ছাত্রের রহস্যমৃত্যুতে নয়া মোড়, খুনের মামলা রুজু পুলিশের



যাদবপুরের পর এবার কসবা। বেসরকারি স্কুলের ছাত্র মৃত্যুর ঘটনায় খুনের মামলা রুজু করল কলকাতা পুলিশ। স্কুলের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল এবং আরও দুই শিক্ষকের বিরুদ্ধে কসবা থানায় অভিযোগ করেন মৃত ছাত্রের বাবা শেখ পাপ্পু। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেই অভিযোগের ভিত্তিতেই রুজু করা হয়েছে খুনের মামলা। অভিযোগ খতিয়ে দেখতে তাই স্কুলে যাচ্ছে ফরেন্সিক দল। বিদ্যালয়ে পরিদর্শনে আসছেন শিশু সুরক্ষা কমিশনের উপদেষ্টা অনন্যা চক্রবর্তী।


সোমবার কসবার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে দশম শ্রেণির ছাত্রের মৃত্যু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তার শরীরে রয়েছে একাধিক আঘাতের চিহ্ন। পরিবারের অভিযোগ মারধর করেই অই ছাত্রকে খুন করা হয়েছে। যদিও স্কুল কর্তৃপক্ষের মত, ‘‘কেউ ওই ছাত্রকে হেনস্থা করেননি। তদন্ত শেষ হলে সংবাদমাধ্যমকে সবই জানাব।’’ তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ এবং ১২০বি ধারায় অভিযোগ দায়ের করেছে মৃত ছাত্রের পরিবার। কসবার বোসপুকুরের বাসিন্দা ছিলেন ওই ছাত্র।


প্রসঙ্গত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। রহস্যমৃত্যুর নেপথ্যে ছিল র‌্যাগিং। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার নয়া ঘটনার যোগ। কী কারণে অই ছাত্রের মৃত্যু হল তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ আধিকারিকরা।


Opmerkingen


bottom of page