top of page

কসবার স্কুলের ছাত্রের রহস্যমৃত্যু নিয়ে মামলায় মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দিলো আদালত

কসবার স্কুলে দশম শ্রেণীর ছাত্রের রহস্যমৃত্যু মামলা। তদন্তে নজরদারি করার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তে'র। পরবর্তী শুনানি ৬ অক্টোবর।



বিচারপতির নির্দেশ অনুযায়ী, ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখার জন্য এসএসকেএম এর চিকিৎসকদের দিয়ে মেডিক্যাল বোর্ড গঠন করতে বলে।


প্রথমে ময়নাতদন্তের রিপোর্ট এসএসকেএম এর মেডিক্যাল বোর্ডের সামনে পেশ করতে হবে। সেই রিপোর্ট এবং ভিডিওগ্রাফি দেখে মতামত নিতে হবে।


এরপর ময়নাতদন্তের রিপোর্ট পরিবারকে দিতে হবে। পরবর্তী শুনানির দিন কেস ডাইরি পেশ করতে হবে পুলিশকে । স্কুলের সিসিটিভি এবং হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করবে পুলিশ।


স্কুল পক্ষ থেকে আদালতে দাবি করা হয়, প্রজেক্ট তৈরী নিয়ে শিক্ষকের সঙ্গে ছাত্রটির কথা কাটাকাটি হয় এবং ওই ছাত্র শিক্ষকের সঙ্গে খারাপ ব্যবহার করে। এর পরিপ্রেক্ষিতে বিচারপতি প্রশ্ন করে, "তার মানে এই ঘটনার পর আত্মহত্যা করেছে সেই পড়ুয়া?"


সেপ্টেম্বর মাসে প্রথমে কসবার সিলভার পয়েন্ট স্কুলের দশম শ্রেণীর ছাত্র, শেখ সান আত্মহত্যা করে স্কুলে। এরপর মৃতের বাবা, শেখ পাপ্পু স্কুলের বিরুদ্ধে অভিযোগ তোলে খুনের। প্রশাসনিক নির্দেশ ছাড়াই, বন্ধ করে দাওয়া হয় স্কুল।

댓글


bottom of page