কালনা পৌরসভা ১৩ নম্বর ওয়ার্ডের ঘোষপাড়া এলাকায় অবৈধ পুকুর ভরাট আটকালো কালনা পৌরসভা। ঘটনাটি ঘটেছে আজ সোমবার ২৪শে সেপ্টেম্বর সকালে।
ঘোষপাড়া এলাকার ১৩ নম্বর ওয়ার্ডের একটি ডোবা পুকুরে স্থানীয় সকল নিকাশি জল জমা হয়। বেশ কয়েকদিন ধরে ডোবার মালিক ওই ডোবাটিকে অবৈধভাবে বুঝিয়ে ফেলার চেষ্টা চালাচ্ছিল।
কালনা পৌরসভা বিষয়টি জানতে পেরে পৌরসভার কনভারজেন্সি বিভাগের সভাপতি তথা পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিল বসু দায়িত্ব নিয়ে ওই ভরাট কাজ বন্ধ করে দেয়।
পুকুরের মালিক জেসিবি র সাহায্যে যেটুকু ভরাট হয়েছিল তা সমস্ত মাটি তুলে ফেলে দেয়।
অনিল বাবু জানিয়েছেন, ডোবাটি ভরাট হলে নিকাশি ব্যবস্থার জন্য ড্রেনেজ সমস্যা দেখা দিতে পারে এবং সেখান থেকে ডেঙ্গু মশার বংশ বিস্তারও হতে পারে।
Comments